অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নতুন কমিটি গঠন

বুধবার, ২৬ জুলাই ২০১৭ | ৩:১৭ অপরাহ্ণ | 638 বার

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নতুন কমিটি গঠন

অবশেষে দীর্ঘ প্রায় এক বছরের কার্যকর তৎপরতা শেষে সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার কার্যকরী পরিষদ গঠিত হল। গত ৯ জুলাই ২০১৭ রবিবার সন্ধ্যা ছয়টায় সিডনির স্থানীয় রেস্টুরেন্টে এক সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি পদে ড. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে ড. আবুল হাসনাৎ মিল্টন নির্বাচিত হন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে হারুণ অর রশীদ ও আশরাফুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে আলাউদ্দিন অলোক এবং মশিউর রহমান হৃদয় নির্বাচিত হন। উল্লেখ্য, ড. আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের সভাপতি ছিলেন এবং সিডনি অলিম্পিক মেলায় বৈশাখী মেলা আয়োজনের অন্যতম রূপকার ছিলেন। ডা. আবুল হাসনাৎ মিল্টন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নব্বইয়ের গণঅভ্যূত্থানের অন্যতম নেতা ছিলেন। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রসংসদের সমাজকল্যান সম্পাদক ও ভারপ্রাপ্ত সহ-সভাপতি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

সিডনিতে প্রকৃত অর্থে আওয়ামী লীগের রাজনীতি অনেকদিন ধরেই অনুপস্থিত ছিল। এ নিয়ে বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। আওয়ামী রাজনীতির নামে আঞ্চলিকতা, কমিটিতে যখন তখন যাকে খুশী অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়া, কোন রকমের সম্মেলন ছাড়া বছরের পর বছর পদ আকড়ে থাকা, দেশে প্লটের দালালী ও তদ্বির বানিজ্য, সিডনিতে কেবলমাত্র মন্ত্রী-এমপি কেন্দ্রিক তৎপরতাসহ সাংগঠনিক কর্মকান্ডের অনুপস্থিতির কারণে সিডনি কিংবা দেশে তাদের কোনরকমের গ্রহণযোগ্যতাই আজ অব্দি গড়ে ওঠেনি। উপরোক্ত, বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কটুক্তি করা ব্যক্তি, জামাত-বিএনপি থেকে বিতর্কিত লোক ধরে কমিটি করা, স্বয়ং বঙ্গবন্ধুকে কটুক্তি করা ব্যক্তি দিয়ে বক্তব্য রাখানো সহ নানা বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত থেকে আওয়ামী লীগের প্রবাসী রাজনীতিকে চরম হেয় করার অভিযোগও প্রমানিত। এমতাবস্থায়, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার কমিটি গঠনের সংবাদে পুরো অস্ট্রেলিয়া জুড়েই বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে প্রাণচান্চল্যের সৃষ্টি হয়েছে। প্রস্তাবিত ৬১ সদস্যের ঢাউস বর্তমান কমিটিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও টেরিটরির প্রতিনিধিত্ব থাকছে। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলি, কেন্দ্রীয় কমিটি ও অঙ্গসংগঠনের অনেকেই ফোনে ও ফেসবুকে ড. আব্দুর রাজ্জাক- ডা. আবুল হাসনাৎ মিল্টনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সদ্য গঠিত নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিকসমূহও গুরুত্বের সাথে নতুন কমিটির সংবাদ প্রকাশ করেছে। এছাড়া জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকেও চলছে শুভেচ্ছা আর শুভ কামনার ছড়াছড়ি।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com