অস্ট্রেলিয়া বিএনপি একত্রিকরণের লক্ষ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫ | ৩:২৮ পূর্বাহ্ণ | 813 বার

অস্ট্রেলিয়া বিএনপি একত্রিকরণের লক্ষ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বিএনপি একত্রিকরণের লক্ষ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত1অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার কমিটি পুনর্গঠন ও একত্রিকরণের লক্ষ্যে গত ১৫ নভেম্বর (রবিবার) সিডনি’র স্থানীয় এক রেস্তোরাঁয় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডঃ নার্গিস আক্তার বানুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক এবং শির্ষস্থানীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে অন্যতম, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহবায়ক মো: দেলোয়ার হোসেন, বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, ডঃ হুমায়ুর চৌধুরী রানা, রুহুল আহমেদ সওদাগর, কুদরত উল্লাহ লিটন, আবুল হাশেম মীধা ঝিল্লু, ড.জহিরুল হক মোল্লা, ডাঃ আব্দুল ওয়াহাব বকুল, ফজলুল হক শফিক, আলহাজ্ব লুতফুল কবির, রাশেদুল হক মিলন, ইকবাল মাহমুদ সোহেল, হাবিব মো:জকি, হুমায়ূন কবীর, কাজী নজরুল ইসলাম, আরিফুল হক, আলী মিলন, নাসির উল্লাহ্, নাফিস আহমেদ, হায়দর আলী, কামরুল ইসলাম শামীম, জামীল হোসেন ।

অস্ট্রেলিয়া বিএনপি একত্রিকরণের লক্ষ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত3এছাড়াও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াসিন আরাফাত সবুজ, নাসিম উদ্দিন আহমেদ, তারিক-উল- ইসলাম, আবদুস সামাদ শিবলু, ইকবাল মাসুদ, আবুল কাশেম, দীন মোহাম্মদ, শাহাদাত হোসেন শাওন, আবদুললাহ আল মামুন, জেবেল হক, আজাদ কামরুল হাসান, মানজুরা শেখ পাপিয়া, জয় আহমেদ সুলতান, এডভোকেট শিবলু গাজী, কামরুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম, মাশিউর রহমান তুহিন, আবুল হাসান, আব্দুল মতিন, আশরাফুল আলম রনি, রিয়াজ, তৌহিদুল ,মঞ্জুরুল আলম বুলু, আবুল কাশিম দীপু, আসাদুল হক বাবু, রাশেদ আল হাসান, টিআই নিনাদ, রাকিবুল আলম মিয়া অপু, এম এ কাশেম, শফিকুল ইসলাম, পারভেজ আলম, রাসেল আলম, নুরুল হুদাসহ বহু নেতা-কর্মীরা।

বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র নেতা মনিরুল হক জর্জ, রুহুল আহমেদ সওদাগর, ডাঃ ওয়াহাব বকুল, লুতফুল কবিরসহ সবাই এ ধরণের নিরপেক্ষ একত্রীকরণ প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া ডঃ হুমায়ুর চৌধুরী রানা, ডঃ জহিরুল হক মোল্লা, লিয়াকত আলী স্বপন, রাশেদুল হক, কাজী নজরুল ইসলামসহ সবাই সভায় নিজস্ব মত প্রকাশ করে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষভাবে সবাইকে নিয়ে যদি বিএনপিকে পুনর্গঠন করা যায়, তবে সম্মিলিতভাবে দলের জন্য কাজ করতে তাঁরা সবাই একমত; প্রয়োজনে লিখিত চুক্তি স্বাক্ষরেও তাঁরা প্রস্তুত। সভায় উপস্থিত সবাই দলের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে একত্রে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়া বিএনপি একত্রিকরণের লক্ষ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত4মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, এসবিএস বাংলা বিভাগের প্রধান নির্বাহী সাংবাদিক আবু রেজা আরেফিন, সুপ্রভাত সিডনি’র সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ। সফলতার সাথে এই একত্রিকরণ সভার মিনিটস সংকলনের দায়িত্ব পালন করেন সুপ্রভাত সিডনির সম্পাদক ও অস্ট্রেলিয়া বিএনপি’র এমএ ইউসুফ শামীম।

অস্ট্রেলিয়ান রাজনীতি সংবাদ

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com