আজ বাংলা নববর্ষ ও নেপালী নববর্ষ

রবিবার, ১৪ এপ্রিল ২০১৯ | ১১:০০ অপরাহ্ণ | 431 বার

আজ বাংলা নববর্ষ ও নেপালী নববর্ষ

পহেলা বৈশাখ! বাঙ্গালীর এক অবিচ্ছেদ আবেগ ও ভালবাসার নাম। নতুন দিনের সূর্যোদয়ের সাথে সাথে পুরনো সব জরা গ্লানিকে মুছে হিংসা-বিদ্বেষ, হানাহানি টুটে নব চিন্তায় শুরু হবে আগামী দিনের পথচলা। গতকাল বছরের শেষ দিনে ছিল চৈত্র সংক্রান্তি। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতি বিদায় জানিয়েছে ১৪২৫ বঙ্গাব্দকে। আজ বাংলা নববর্ষ।

আজ নেপালীদেরও নববর্ষ। নেপালীদের যে কোনো উৎসবের প্রধান করণীয় মন্দির দর্শন। এই দিন নেপালে সরকারী ছুটি থাকে।

১৪-ই এপ্রিল বাঙ্গালীদের পহেলা বৈশাখ- ১৪২৬ এবং নেপালে ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ-২০৭৬। একই দিনে, প্রায় পাশাপাশি দুটি দেশের সময়কাল ৬৫০ বছর এগিয়ে।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com