ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়ন অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এনে দিতে পারে

শনিবার, ১২ এপ্রিল ২০১৪ | ৮:০৭ অপরাহ্ণ | 1090 বার

ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়ন অর্থনৈতিক  স্বয়ংসম্পূর্ণতা এনে দিতে পারে

সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এইচ. এম হাবিবুর রহমান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নের মাধ্যমে অভাব বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও পশ্চাৎপদ সমাজ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব। উন্নত প্রযুক্তি খাটিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা গড়ে তোলার মধ্যদিয়ে অর্জিত আয় জাতীয় জীবনে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এনে দিতে পারে। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
গত বৃহস্পতিবার সোনালী ব্যাংক কুমিল্লা কর্পোরেট শাখার কনফারেন্স রুমে অনুষ্ঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়ন শীর্ষক সেমিনার এবং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এইচ. এম হাবিবুর রহমান এসব কথা বলেন। সোনালী ব্যাংক কুমিল্লা কর্পোরেট শাখা আয়োজিত দিনব্যাপী সেমিনার ও কর্মশালায় সোনালী ব্যাংকের কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লা কর্পোরেট শাখার অঞ্চল প্রধানসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে আগ্রহী শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সেমিনারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে নতুন উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের ব্যবসায়িক পরিকল্পনা, কলা-কৌশল গ্রহণ, আত্মনির্ভরশীলতা ও আত্ম উন্নয়ন সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সোনালী ব্যাংক লিমিটেডের অর্থায়নের নানা দিক তুলে ধরা হয়। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. খোরশেদ হোসেন, বার্ডের যুগ্ম পরিচালক ড. মো. শফিকুল ইসলাম ও সোনালী ব্যাংক কুমিল্লার জেনারেল ম্যানেজার’স অফিসের নির্বাহী কর্মকর্তা বিপ্লব বণিক। সেমিনার ও কর্মশালায় সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন সোনালী ব্যাংক কুমিল্লার প্রিন্সিপাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম ভূইয়া ও সোনালী ব্যাংক কুমিল্লার জেনারেল ম্যানেজার’স অফিসের নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। কর্মশালায় মুক্ত আলোচনায় আগ্রহী উদ্যোক্তারা অংশ নেন।
– See more at: http://www.dailyinqilab.com/2014/04/13/172385.php#sthash.ZIFVV3xe.dpuf

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com