গতকাল ছিল সাকিবের জন্মদিন

বুধবার, ২৫ মার্চ ২০১৫ | ৭:২৩ পূর্বাহ্ণ | 434 বার

গতকাল ছিল সাকিবের জন্মদিন

স্পোর্টস ডেস্ক:

গতকাল ছিল  সাকিব আল হাসানের জন্মদিন। তিনি বাংলাদেশের সেরা ক্রিকেটারেই নন বিশ্বের সেরা অল রাউন্ডারও। দেশের এই কৃতি ক্রিকেটার দেশের সেরা অ্যাথলিট। ২৮ পেরিয়ে আজই ২৯ এ পা রেখেছেন তিনি।

বিশ্বকাপের শুরুতেও ক্রিকেটের ৩ ফরম্যাটে সেরা অল রাউন্ডার ছিলেন সাকিব। এখন অবশ্য ওয়ানডেতে তিনি দ্বিতীয় সেরা অল রাউন্ডার। টেস্ট ও টিটোয়েন্টি ক্রিকেটের সেরা অল রাউন্ডার তিনিই। এবারের বিশ্বকাপে ভালোই পারফরম্যান্স তার।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম সাকিবের। বাবা মাশরুর রেজা স্বপ্ন দেখেছিলেন ছেলেকে ফুটবলার বানানোর। কিন্তু ফুটবলের চেয়ে ক্রিকেটে আগ্রহ বেশি ছিলো সাকিবের। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে ক্রিকেটের আনুষ্ঠানিক শিক্ষা নেন সাকিব। বাঁ হাতি এই খেলোয়াড় একই সঙ্গে ব্যাটসম্যান ও স্পিনার। দুই ক্ষেত্রেই বাংলাদেশের ইতিহাসের সেরা সাফল্য সাকিবের।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় সাকিবের। একই বছর টিটোয়িন্টে অভিষেক হয় দেশের মাটিতে। আর পরের বছর ভারতের বিপক্ষে তার টেস্ট অভিষেক।

দেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা সাকিবের। কাউন্টি ক্রিকেটে খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন। খেলেছেন অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজিত ঘরোয়া টি টোয়েন্টি লিগেও। তার মতো এত ভিন্ন ভিন্ন দেশের ক্রিকেট লিগে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের আর কারো নেই।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com