গোয়েন্দা তথ্য আদান-প্রদান করবে অস্ট্রেলিয়া ও ইরান

শনিবার, ২৫ এপ্রিল ২০১৫ | ১০:১৯ পূর্বাহ্ণ | 645 বার

গোয়েন্দা তথ্য আদান-প্রদান করবে অস্ট্রেলিয়া ও ইরান

গোয়েন্দা তথ্য আদান-প্রদান করবে অস্ট্রেলিয়া ও ইরানইরাকে জঙ্গিদের পক্ষে লড়াইরত মৌলবাদী অস্ট্রেলীয়দের সম্পর্কে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয়ে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া ও ইরান।
অস্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ জানান, এই সমঝোতার ফলে ইরাকভিত্তিক মৌলবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা অস্ট্রেলিয়া ও ইরানের পক্ষে আরো সহজ হবে।
ইরাকে ইরানের হস্তক্ষেপে সংগৃহীত তথ্য এখন থেকে অস্ট্রেলিয়াও পাবে বলেও জানান তিনি। ইরানে প্রথমবারের মতো সফর ও দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে দেখা করার পর এসব কথা বলে বিশপ, জানিয়েছে বিবিসি।
ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের সাথে লড়াইয়ে যোগ দিয়েছে শতাধিক অস্ট্রেলীয়। এরা ভবিষ্যতে নিজ দেশের অর্থাৎ অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতিও হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অস্ট্রেলিয়া সরকারের।
এছাড়াও অস্ট্রেলিয়ায় বসবাসরত আইএস সমর্থক ও অন্যান্য কট্টর মৌলবাদী সংগঠনগুলোর বিষয়েও উদ্বিগ্ন দেশটির সরকার।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com