চলচ্চিত্র দিবস উদযাপন-২০১৫

শনিবার, ০৪ এপ্রিল ২০১৫ | ৫:৩৪ পূর্বাহ্ণ | 477 বার

চলচ্চিত্র দিবস উদযাপন-২০১৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়ে গেল জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫। গতকাল সকাল সাড়ে দশটায় এফডিসিতে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সাংস্কৃতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, তথ্য সচিব মরতুজা আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক এসএম হারুন-অর রশীদ। উৎসব উদ্বোধনের আগে জাতীয় চলচ্চিত্র উৎসব নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। ‘গাহি মানুষের জয় গান’ স্লোগানকে ধারণ করে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন চলচ্চিত্র শিল্পের সর্বস্তরের শিল্পী, কলাকুশলী।

ঘোড়ার গাড়ি, বাদ্য-বাজনা সহকারে চ্যানেল আই’র সৌজন্যে দেয়া গেঞ্জি পরে সবাই র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি এফডিসি হয়ে সোনারগাঁও হোটেল ঘুরে আবার এফডিসিতে এসে শেষ হয়। চলচ্চিত্র দিবসে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ওয়েবসাইট উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সেমিনার। এফডিসির ৮ নম্বর ফ্লোরে ‘ডিজিটাল চলচ্চিত্র সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। জাতীয় চলচ্চিত্র দিবসে চলচ্চিত্র তারকাদের মধ্যে নূতন, ইলিয়াস কাঞ্চন, ওমর সানি, পপি, সিমলা, জায়েদ খান, নিরব, শিরিন শিলা ও মেহের আফরোজ শাওন উপস্থিত ছিলেন। বিকালে জহির রায়হান কালার ল্যাব প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় চলচ্চিত্র দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশী সংবাদ – বিনোদন

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com