ছড়া-কবিতা

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০১৫ | ১০:৩১ পূর্বাহ্ণ | 919 বার

ছড়া-কবিতা

ফাল্গুন
নাইম আবদুল্লাহ

সালাম বরকত রফিক জব্বার এমনি কত নাম
ঝরে গেল জীবন প্রভাতে কে দিল তার দাম
তারা বলতে চেয়েছিল ফাল্গুন, ফেব্রুয়ারী নয়
জীবন গেলেও জানতো তারা হবে নিশ্চয় জয়
মায়ের ভাষা প্রাণের ভাষা আমার শিশুর মুখে
জীবন দিয়ে লালন করি আঁকড়ে রাখি বুকে
আমরা নবীন আমরা প্রবীণ বড়াই করি সুখে
ভাষা নিয়ে চক্রান্ত সবাই দেবো রুখে
দিকে দিকে ঐ শোন ফেব্রুয়ারীর গান
পিছে পড়ে আছে বাংলা মায়ের ফল্গু ধারার তান

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com