ত্যাগের আহবানে সিডনিতে উদযাপিত হলো ঈদুল আযহা

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫ | ১:১৭ অপরাহ্ণ | 1044 বার

ত্যাগের আহবানে সিডনিতে উদযাপিত হলো ঈদুল আযহা

12048918_1081908025155236_962644153_n
অনলাইন ডেস্ক: গতকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিডনিতে সকল রাজ্যে যথাযথ মর্যাদা পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। মুসলিম বিশ্বের ঘরে ঘরে ঈদ তাই পবিত্র উৎসব বা খুশি বয়ে আনে। এমন খুশির দিন সারা বছরে মাত্র দু’টি। একটি ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আযহা।

12030924_1081908041821901_97966901_n
ঈদের নামাজের পরপরই বিভিন্ন স্থানে শুরু হয় পশু কোরবানি।রাব্বুল আলামীনকে খুশি করতে নিজ পুত্র ঈসমাইলকে কোরবানী করতে তাঁর গলায় ছুড়িও চালিয়েছেন। দিনের শুরুটি হয় অজু-গোছলের মধ্য দিয়ে। পরিবারের সবাই পরিধান করে উত্তম পোষাক। পাঠ করা হয় মহান আল্লাহর নামে তাকবীর। নামায শেষে আল্লাহর দরবারে মুসলিম সম্প্রদায়ের সকালের সুখ ও সমৃদ্ধিও কামনা করে দোয়া হয়। দোয়া শেষে একে অপরের সাথে কোলাকুলি হয়। এরপর শুরু হয় প্রতিবেশীর গৃহে ঈদের শুভেচ্ছা-সাক্ষাতের পালা। ঈদের এ দিনটিতে ঘরের দরওয়াজা সবার জন্য খোলা। কারো গৃহে মেহমান হওয়ার জন্য এ দিনে কোন দাওয়াতের প্রয়োজন পড়ে না। আত্মীয় হওয়ারও প্রয়োজন পড়ে না।

12032389_1081908018488570_1518679264_n
ত্যাগের আহবান নিয়ে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা গতকাল উদযাপিত হয়েছে সিডনিতে। প্রতিবারের মতো এবারো সিডনিতে বৃহত্তম ঈদ জামাত হয়েছে লাকেম্বার বড় মসজিদে। সিডনিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী মুসলমানদের ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে লাকেম্বা, ব্যাংকস টাউন, গ্রানভীল, গ্লেনফিল্ড হক্সটন পার্ক, ম্যাসকট, মিন্টু, রকডেল, সেফটন, সারি-হিলস, ইঙ্গেলবার্ন, ম্যাকুরিফিল্ড, কাম্পবেলটাউন ও লিভারপুল এলাকায় মসজিদ, সেন্টার, পার্ক, মাসালায় ।

12041709_1081907981821907_1466874611_n

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com