নতুন টিভি অ্যাপ নিয়ে আসছে ফেসবুক

সোমবার, ২২ মে ২০১৭ | ১২:২৭ অপরাহ্ণ | 944 বার

নতুন টিভি অ্যাপ নিয়ে আসছে ফেসবুক

সামাজিক যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করতে এবার নতুন টিভি অ্যাপ নিয়ে আসছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতিমধ্যে এসব অনুষ্ঠানের জন্য লোক নিয়োগ দিয়েছে ফেসবুক। চলতি বছরের জুন মাসে শুরু হবে অনুষ্ঠান প্রচার।

বিজনেস ইনসাইডার জানায়, জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অনুষ্ঠানের দিকেই বেশি জোর দিচ্ছে। মেগা সিরিয়াল, খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান, গেমিংয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে হবে অনুষ্ঠানগুলো এবং এই প্রোগ্রামগুলোর প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ১০ মিনিট থেকে ৩০ মিনিট।

এসব অনুষ্ঠানের জন্য ফেসবুক প্রিমিয়াম ডিজিটাল রেট প্রদান করবে। অর্থাৎ, প্রতিটি পর্বের জন্য একদম নিম্ন থেকে শুরু করে ছয় অংক পর্যন্ত অর্থ প্রদান করা হবে। তবে এই মূল্য গতানুগতিক টিভি চ্যানেল বা নেটফ্লিক্সের চেয়ে অনেক কম হবে।

ফেসবুকের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এসব খবরের সত্যতা নিশ্চিত করেছে। সূত্র জানায়- প্রথমদিকে অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার এবং স্যামসাং স্মার্ট টিভির জন্য এই অ্যাপ নির্মাণ করবে ফেসবুক। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে আপলোড হওয়া ভিডিও টিভিতেই দেখতে পাবেন।

এর আগে ফেসবুক নতুন ভিডিওসেবা ‘লাইভ’ চালু করে এবং তাদের অফিসিয়াল অ্যাপে নতুন কিছু ভিডিও অপশন যোগ করে।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com