নেপালে বিমান দুর্ঘটনায় ‘সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়া’র শোক প্রকাশ।

মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ | ২:৫৭ পূর্বাহ্ণ | 846 বার

ছবি:সংগৃহীত ।

ঢাকা থেকে নেপালগামী বিমান দূর্ঘটনায় ৫০জনের  নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে “সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়া “

এক যৌথ শোকবার্তায় সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়ার সভাপতি মোঃ এনামুল হক ও সেক্রেটারি জেনারেল এনানুল হক,সহ সভাপতি সৈয়দ এনামুল ইসলাম,সহ সভাপতি দিলওয়ার হোসেন, সহ সভাপতি আলী আহমদ,সাংগঠনিক সম্পাদক মোঃ লায়েক মিয়া বলেন, ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটের বিমানটি নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে অবতরণকালে বিধ্বস্ত হয়। এ ভয়াবহ দূর্ঘটনায় এ পর্যন্ত ৫০ নিহত হয়েছেন। আরোহীদের মধ্যে ৩২জন বাংলাদেশি।

 

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত অনেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এ মর্মান্তিক দূর্ঘটনায় গোটা জাতি শোকাহত। আমরা আহতদের উন্নত চিকিৎসা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে নিহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

বিমান দূর্ঘটনায় নিহত মুসলমানদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি নিহত সকল যাত্রীর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com