ফেসবুকে কমেন্টসের অভিযোগে ৮ মাসের কারাদণ্ড

রবিবার, ২৪ মে ২০১৫ | ১২:১০ অপরাহ্ণ | 675 বার

ফেসবুকে কমেন্টসের অভিযোগে ৮ মাসের কারাদণ্ড

ফেসবুকে কমেন্টসের অভিযোগে ৮ মাসের কারাদণ্ড

 

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে উস্কানিমূলক কমেন্টস্ দেওয়ার অভিযোগে এক ফিলিস্তিনি যুবকের আট মাসের কারাদণ্ড দিয়েছে ইসরাইলের একটি আদালত। তবে ফিলিস্তিনিরা এ রায়কে মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এর মাধ্যমে ইসরায়েল জেরুজালেমের বাসিন্দাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তারা।

এর আগে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ এনে জেরুজালেমের ১০ বাসিন্দাকে আটক করেছিল ইসরায়েল। ২৭ বছর বয়সী সামি জামাল ফারাজ দোয়াইস তাদের মধ্যে অন্যতম। অন্যদিকে, জেরুজালেম প্রিজনার্স কমিটির প্রধান আমজাদ আবু আসাব ওই রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, জেরুজালেমের বাসিন্দাদের আটক এবং তাদের মত প্রকাশের স্বাধীনতাকে কবর দেওয়া যেন ইসরায়েলের একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে।

আবু আসাব বলেন, ইসরায়েলি যুবকরা প্রতিনিয়ত ফিলিস্তিনি, আরব ও মুসলিমদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছে। কিন্তু তাদের কাউকে আটকও করা হয় না, তাদের বিরুদ্ধে অভিযোগও আনা হয় না।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com