বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে বলে ভবিষ্যৎবাণী করেছেন ভারতের সাবেক ওপেনার ও বিশ্লেষক আকাশ চোপড়া

বাংলাদেশ সেমিতে খেলবে, বলছেন সাবেক ভারতীয় ক্রিকেটার

সোমবার, ২০ মে ২০১৯ | ১:০০ অপরাহ্ণ | 446 বার

বাংলাদেশ সেমিতে খেলবে, বলছেন সাবেক ভারতীয় ক্রিকেটার
ত্রিদেশীয় সিরিজ জয়ের ট্রফি নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। ছবি: এএফপি

ভারতের হয়ে ১০টি টেস্ট খেলেছেন আকাশ চোপড়া। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নাম লেখান ধারাভাষ্যে আর ক্রিকেট বিশ্লেষণে। ক্রিকেট ক্যারিয়ার তাঁকে খুব বড় তারকা বানাতে পারেনি। কিন্তু বিশ্লেষক হিসেবে তিনি ইতিমধ্যেই বেশ নাম করেছেন। বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে দলগুলোর সম্ভাবনা নিয়ে নিজের ফেসবুক পেজে বিশেষজ্ঞ-মতামত দিয়েছেন চোপড়া। বাংলাদেশ দল নিয়ে তাঁর মন্তব্য, এশিয়ায় ভারতের পর দাপুটে দল হিসেবে লোকে এখন পাকিস্তান নয়, বাংলাদেশকেই মনে করে। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে চোপড়ার ভবিষ্যৎবাণী, বাংলাদেশ নকআউট পর্বে উঠবে মানে সেমিফাইনাল খেলবে।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বিশ্লেষণে চোপড়া বাংলাদেশ দলের পাল্টে যাওয়ার পটভূমি টানেন এভাবে, ‘২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফিতেও নকআউট পর্বে খেলেছে। আর এশিয়া কাপে তো ফাইনালেই খেলেছে। এই দলকে হালকাভাবে নিলে মস্ত ভুল হবে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, এবারও ভালো খেলবে।’ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে চোপড়ার উক্তি, ‘বিশ্বকাপে ৫০ ওভারের টুর্নামেন্টে শুরুতে ৯ ম্যাচ পাবে বাংলাদেশ। এ বাধা টপকে নকআউট পর্বে উঠবে দলটি।’

চোপড়া বাংলাদেশকে শিরোপাজয়ে ফেবারিট হিসেবে দেখছেন না, তবে দলটি যে নকআউট পর্বে উঠবে তা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ৪১ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যান। এবার বিশ্বকাপের গ্রুপপর্বে সব দল একে-অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের ভূয়সী প্রশংসা করেছেন চোপড়া। তামিম ইকবালকে অনেক বড় মাপের ব্যাটসম্যান হিসেবে মনে করেন তিনি। এ ছাড়া টপ অর্ডারে লিটন দাস ও সৌম্য সরকারের প্রশংসা করেও চোপড়া বলেন, ‘লিটন দাস এশিয়া কাপের ফাইনালে দারুণ ইনিংস খেলেছিলেন। সৌম্য ওপরেও ব্যাট করতে পারেন, নিচেও পারেন সঙ্গে বোলিংও। দলে বৈচিত্র্য আনতে পারে সৌম্য।’ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে নিয়ে বাংলাদেশের টপ অর্ডার বেশ শক্তিশালী বলে মনে করেন চোপড়া। তবে মাহমুদউল্লাহকে নিয়ে তাঁর একটি পর্যবেক্ষণ আছে। তাঁকে উঁচু মাপের ব্যাটসম্যান বলেই মনে করেন তিনি। কিন্তু মাহমুদউল্লাহকে বাংলাদেশ ঠিকভাবে ব্যবহার করতে পারছে না, এমনটাই মনে করেন চোপড়া।

গত বিশ্বকাপে মাহমুদউল্লাহর টানা দুই সেঞ্চুরির উদাহরণ টেনে চোপড়া বলেন, ‘তাঁকে বেশি ওভার (ব্যাটিংয়ে) দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ তাঁকে এ সুযোগটা দেয় না। ব্যাটিংয়ে তাঁকে আরও ওপরে তোলা উচিত বলে মনে করি।’ মাহমুদউল্লাহর পাশাপাশি মেহেদী হাসান মিরাজকেও বেশ পছন্দ চোপড়ার। এই স্পিন অলরাউন্ডারকে ‘দ্বিমাত্রিক’ খেলোয়াড় হিসেবে মনে করেন তিনি। যে খুব ভালো অ্যাকশনে বল করার সঙ্গে ব্যাটিংও পারে।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে বিশ্বকাপের দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। ইংলিশ কন্ডিশনে বিশ্বকাপে মাশরাফির দলের সম্ভাবনা নিয়ে চোপড়া সোজাসাপ্টাই বলেন, ‘দলটা চার নম্বরে উঠে আসতে পারে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—আমার চোখে তিন সেরা দল। চতুর্থ হওয়ার দৌড়ে নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। নতুন বল সামলাতে পারলে বাংলাদেশ যে কোনো দলের জন্য ভয়ের কারণ।’

সূত্র: প্রথম আলো

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com