মরিচীকা

শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ | ১১:০০ অপরাহ্ণ | 587 বার

মরিচীকা

এটা সহজ না
খুব কঠিনও না
অনেকটা শেষ বিকেলের রোদের মত,
উজ্জ্বল তার রং কিন্তু নেই তেজ,
পাশে ছিলেনা, তবু চলে গেলে মনে হয় খুব খালি,
বোবা একটা ব্যথা হয় বুকের মাঝে,
মাটিতে আছড়ে পড়া পাখির মত বুকের মাঝে
ডানা ঝাপ্টায় সে ব্যথা।

যা পাইনি তা হারিয়ে ফেলার ভয় থাকেনা
তবু তুমি চলে গেলে পরে কিছুটা সময়,
বেশ কিছুটা সময় ধরে শুধু চারদিক ফাকা লাগে
কি যেন নাই কি যে নাই ভেবে ভেবে মন আনচান করে।
আমার আমি তে তুমি যে কিভাবে মিশে গেলে
তুমি তো ছিলেইনা কোন কালে,
পাশে ছিলেনা, কাছে ছিলেনা,
তোমার না থাকাতেও যেন তুমি ছিলে।

আজ হঠাৎ সব যেন শান্ত স্তব্ধ
আজ যেন তোমার চলে যাওয়াও নেই,
চলে যেতে গেলে তবু বুঝতাম তুমি ছিলে,
তুমি ছিলে সে চিন্তাও স্বস্তি দেয়,
কিন্তু আজ কোথাওই নেই তুমি,
তুমি কি সত্যি ই ছিলে?
নাকি সবটাই আমার মরিচিকা!!

সিডনি, অস্ট্রেলিয়া

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com