মাইকেল ক্লার্ক অবসরের ঘোষণা দিলেন

সোমবার, ১০ আগস্ট ২০১৫ | ১১:৪৩ পূর্বাহ্ণ | 677 বার

মাইকেল ক্লার্ক অবসরের ঘোষণা দিলেন

মাইকেল ক্লার্ক অবসরের ঘোষণা দিলেনক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ইনিংস এবং ৭৮ রানে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে অ্যাশেজ হারার পরপরই অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। ইংলিশদের বিপক্ষে ওভালে অ্যাশেজের শেষ টেস্টটি খেলার পর আর ব্যাট হাতে দেখা যাবে না অজি অধিনায়ককে।

এক ম্যাচ বাকি থাকতেই ইংলিশদের বিপক্ষে অ্যাশেজ হারার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৪ বছর বয়সী ক্লার্ক জানান, ‘আমি আর মাত্র একটি টেস্ট খেলব। আর এটাই আমার ক্যারিয়ারের শেষ। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছি।’

২০১১ সালের এপ্রিলে কিংবদন্তি রিকি পন্টিংয়ের কাছ থেকে অধিনায়কের দায়িত্ব পান ক্লার্ক। ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে অজি অধিনায়কের কণ্ঠে। ক্লার্ক বলেন, ‘আমি অনুভব করছিলাম যেভাবে চাচ্ছিলাম সেভাবে পারফর্ম করতে পারছি না। সিদ্ধান্তটি নেয়া কখনই সহজ ছিল না। আমি ছয় বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করি। এখন আমার বয়স ৩৪। আরো ৩০ বছর খেলে যেতে পারতাম !’তাঁর নেতৃত্বে ৪৬ টেস্টে ২৩টি জয় পেয়েছে অস্ট্রেলিয়া, হেরেছে ১৬টিতে।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com