মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ওবামার।

শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭ | ১১:২০ পূর্বাহ্ণ | 950 বার

মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ওবামার।

মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ওবামার।

অনলাইন ডেস্ক: মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (১১ জানুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে দেয়া বিদায়ী ভাষণে তিনি এ আহ্বান জানান।

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা। বুধবার জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন তিনি। ভাষণে টানা দুই মেয়াদ প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী বিদায়ী এ প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার, কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করে তার আট বছরের শাসনামলের সফলতার চিত্র তুলে ধরেন। যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি শক্তিশালি দাবি করে ওবামা বলেন, এবার তার ধন্যবাদের পালা। আগামীর ইঙ্গিত করে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যু প্রত্যাখ্যান করা আগামী প্রজন্মের জন্য প্রতারণা হবে।
তিনি বলেন, বর্ণবাদ যুক্তরাষ্ট্রের জন্য এখনও বড় সমস্যা। বর্ণবাদের বিরুদ্ধে সবার আরও অনেক কিছু করার আছে। তবে বিভিন্ন জাতিগোষ্ঠি (অভিবাসী) যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করেন ওবামা।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com