লোকমেলা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

বুধবার, ১৪ অক্টোবর ২০১৫ | ৫:৩০ পূর্বাহ্ণ | 1034 বার

লোকমেলা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ : ‘বাংলার গান গাই, বাংলায় নাচি, বাংলায় মাতি, সারাদিন সারা বেলা, বাংলা লোকমেলা’- এই স্লোগান নিয়ে ১৩ সেপ্টেম্বর রবিবার সিডনির গ্লেনফিল্ড সিডন পার্কের রেলওয়ে প্যারেডে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বাংলা লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন ‘বাংলাদেশী আস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি’ চার বছর ধরে ঐতিহ্যবাহী বাংলা লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে।

লোকমেলা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আয়োজক কমিটি ১১ অক্টোবর রবিবার দুপুরে সিডনির চিপ্পিং নরটন পার্কে মেলা উত্তর বারবিকিউ পার্টি ও পুনর্মিলনীর আয়োজন করে।

এ সময় সংগঠনের সভাপতি মতিউর রহমান খান ও মেলা কমিটির আহ্বায়ক ইসমাইল মিয়া লোকমেলা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সর্বস্তরের দর্শক-শ্রোতা, সহকর্মীসহ বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক, বিপণি সংস্থা ও মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান। অন্যদের মধ্যে মাহবুব উল চৌধুরী শরীফ, মুনীর হোসেন ও মো. শহীদ আজিজসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেনlokmela_barbe_images_stories_2015_10_thumb_medium680_400

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com