শিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

শুক্রবার, ২০ মার্চ ২০১৫ | ১২:৩৩ অপরাহ্ণ | 631 বার

শিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির

পত্রিকা ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে শিক্ষার মান ও এর ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে হবে। আর এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ১৪তম সমাবর্তনে ভাষণকালে বলেন, উচ্চ শিক্ষার সুযোগ ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে শিক্ষার মান ও এর ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা এখন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসতে হবে।
রাষ্ট্রপতি বলেন, আমি একথা বলে আনন্দিত যে, দেশে এখন ১১৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ২০১৫ সালে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ৩০ লাখে উন্নীত হয়েছে। ৫ বছর আগে এই সংখ্যা ছিল মাত্র ৮০ হাজার।
তিনি আশাবাদ প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চা ও শিক্ষার বিশাল পরিসরের দরজা খোলা রাখবে।

এতে সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জেল আহমেদ, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাশউদ্দিন ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর আহমেদ শাফি অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
এডভোকেট সুলতানা কামাল অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা দেন।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com