সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিতে-উকিল নোটিশে সাড়া দেয়নি সরকার।

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০১৫ | ৮:০০ পূর্বাহ্ণ | 951 বার

সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিতে-উকিল নোটিশে সাড়া দেয়নি সরকার।
2015_11_25_16_19_03_mmTnfQ_images_stories_2015_11_thumb_medium680_400
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিতে পাঠানো উকিল নোটিশে সাড়া দেয়নি সরকার। ৪৮ ঘণ্টার বেঁধে দেওয়া সময় পার হয়ে গেলেও আগের নোটিশের জবাব না পেয়ে দ্বিতীয়বার নতুন করে আরও একটি উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন আইনজীবী কুমার দেবুল দে।
 
নিরাপত্তার কথা বলে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ ইন্টারনেটে সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। সরকার বলছে, দেশের একটা মানুষও যতোক্ষণ নিরাপদ বোধ করবেন না ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ থাকবে। অবশ্য বিভিন্ন বিকল্প পদ্ধতিতে প্রায় সবাই-ই এসব ব্যবহার করছে। এমনকি সরকারের ঊর্ধ্বতনরাও এ কৌশল অবলম্বনের প্রমাণ পাওয়া গেছে। এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন তারা নিরাপদ নন এবং সবাইকে নজরদারিতে রাখা হয়েছে।
 
সূত্র: অনলাইন

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com