সিডনিতে ঐকতানের সাংস্কৃতিক সন্ধ্যা !!

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | ৬:৪১ পূর্বাহ্ণ | 1177 বার

সিডনিতে ঐকতানের সাংস্কৃতিক সন্ধ্যা !!

12665765_10153275691256496_2038040578_n

 

 

 

 

 

 

 

নবধারা রিপোর্টঃ দূর প্রবাসের বুকে বাংলাদেশি সংস্কৃতির চর্চায় নিয়োজিত একটি গানের দল ঐকতান। ভালবাসা দিবসকে সামনে রেখে গত শনিবার সন্ধ্যায় ব্যাঙ্কসটাউন সিটি লাইব্রেরির ব্র্যায়ান ব্রাউন থিয়েটারে ঐকতান ও বাংলাদেশি কমিউনিটি স্কুল ইনক ‘ভালবাসা গানে গানে’ ব্যানারে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। দুই পর্বে বিভক্ত ছিল এই অনুষ্ঠান।  প্রথম পর্বে কিশলয় কচিকাঁচার ছোটবন্ধুদের গান এবং দ্বিতীয় পর্বে ঐকতানের গান।

প্রথম পর্বে কিশলয় কচিকাঁচা গ্রুপ গান পরিবেশন করে।কচিকাঁচার  প্রিতুলি,ফাহিম, সাফিনা, আদৃতা,আনন্দ এবং আনান গান পরিবেশন করে।তারপর ছড়া আবৃতি করে নাসিমা, নুয়ায়রা, সুমেয়া ও আভা। ছোট বন্ধু সারিকা একটি নাচ পরিবেশন করে দেশাত্মবোধক গানের সাথে। সবশেষে ‘ধন্যে ধান্যে পুষ্পে ভরা’ গানটি গেয়ে ছোটদের পরিবেশনা শেষ হয়। কচিকাঁচার পর্বটি উপস্থাপনা করেন রানিয়া।

দ্বিতীয় পর্বে ঐকতানের ভালবাসার গান পরিবেশন করেন ক্রমানয়ে-ইসমাইল হোসেন বাদল, মিজানুর রহমান, রোকসানা বেগম, নিশাত সিদ্দিক, আনিসুর রহমান, রুবিনা হাসান লিমা। এছাড়া শিখা একটি কবিতাটি আবৃতি করেন।

12714407_10153275690626496_1496906467_n

 

 

 

 

 

 

অনুষ্ঠানে যন্ত্রশিল্পী ছিলেন, হারমনিয়ামে রোকসানা বেগম, তবলায় তায়িফুর রহমান, ড্রামস এ আলী কাউসার, গিটারে মীর সাদেক, মাহমুদুল হাসান, ইমন এবং কিবোর্ডে মিজানুর রহমান ও আনন্দ।

সিনেমার গান, আধুনিক গান , দেশের গান,   পল্লীগীতি থেকে মন মাতানো কিছু গান পরিবেশন করে এই সঙ্গীত পরিবার। অনুষ্ঠানে গান পিপাসু দর্শক শ্রোতা উপস্থিত থেকে সঙ্গীত উপভোগ করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালবাসা দিবসের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অস্ট্রেলিয়ান সংবাদ/বিনোদন

12674946_10153277501691496_240585836_o

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com