সিডনিতে “মৃত্যুপুরী” ছবির মহরৎ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫ | ১২:৫৭ অপরাহ্ণ | 870 বার

সিডনিতে “মৃত্যুপুরী” ছবির মহরৎ

11998170_1075741405771898_1525888735_nসিডনিতে “মৃত্যুপুরী” ছবির মহরৎ

অনলাইন প্রতিবেদক:
গত ১০ই সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখে সিডনির রকডেলের ফ্রেডেরিক স্ট্রিটে বনলতা রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টারে “মৃত্যুপুরী” ছবির মহরৎ অনুষ্ঠিত হয়। শুভ ও প্রসূন জুটির প্রথম ছবির নাম রাখা হয়েছে “মৃত্যুপুরী”। অন্য সব ছবিতে ভালো মানুষরা মন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ‘মৃত্যুপুরী’তে মন্দ হয়েও মন্দের বিরুদ্ধে কাজ করার নজির থাকছে। আর প্রেম তো থাকছেই।’

“মৃত্যুপুরী” রঙিন ছবির পরিচালক জায়েদ রেজওয়ান। এই ছবির প্রযোজক হলেন-বাডি শাফি, মাইকেল কারাকি, বিদেশবাংলা টিভির পরিচালক রহমতউল্লাহ। অন্যান্য চরিত্রে অস্ট্রেলিয়ার শিল্পীদেরও অভিনয় দেখা যাবে। এর প্রায় ৯০ ভাগ দৃশ্যধারণ হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে।

আরিফিন শুভ মডেলিং দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। অবশেষে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের মাধ্যমে তিনি পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। প্রসূন আজাদ ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ। সর্বনাশা ইয়াব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রসূন চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

শুভ বলছিলেন, ‘মৃত্যুপুরীর গল্প অ্যাকশন ঘরানার। এ ছাড়া গল্পের ওপর ভিত্তি করে লোকেশনের বৈচিত্র্যও থাকছে। শুভর মন্তব্য, ‘ছবির বাজেটও ভালো। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী কাজটি ঠিকঠাক করতে পারলে ভালো একটা কাজ হবে।’

আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সিরাজুল হক, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রধান উপদেষ্ট গামা আবদুল কাদের, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস এর সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম,বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক প্রমুখ।
এ অনুষ্ঠানে বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম মাসিক মুক্তমঞ্চের পত্রিকার সম্পাদক আল নোমান শামীম, বাংলা সিডনি’র সম্পাদক আনিসুর রহমান, সিডনিবাসী বাংলার সম্পাদক আবদুল মতিন, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, আরটিভি’র অস্ট্রেলিয়া প্রতিনিধি সুলতান আরিফিন প্রমুখ।

শেষে সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। নৈশ ভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com