সিয়েরা লিওনে প্রতি ঘণ্টায় ৫ জন আক্রান্ত হচ্ছে ইবোলায় 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০১৪ | ৪:১২ পূর্বাহ্ণ | 984 বার

সিয়েরা লিওনে প্রতি ঘণ্টায় ৫ জন আক্রান্ত হচ্ছে ইবোলায় 

ebola-virus-vixtimsপশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশ সিয়েরা লিওনে একদিনে ১২১ জন ইবোলা রোগীর মৃত্যু তালিকাভুক্ত করা হয়েছে। ইবোলা প্রাদুর্ভাবের চারমাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বলে রোববার সরকারি স্বাস্থ্য পরিসংখ্যানে দেখা গেছে। গত শনিবারের ওই রেকর্ড সংখ্যাক মৃত্যুর ঘটনায় দেশটিতে একদিনে ইবোলায় মৃতের সংখ্যা ৫৫৭ জন থেকে একলাফে ৬৭৮ জনে এসে দাঁড়িয়েছে। সিয়েরা লিওনের ইর্মাজেন্সি অপারেশন্স সেন্ট্রার প্রকাশিত ওই পরিসংখ্যানে এদিন আরো ৮১ নতুন সংক্রমণের ঘটনা দেখানো হয়েছে। মার্চে গিনিতে প্রথম ইবোলা রোগটি ধরা পড়ে। তারপর থেকে এটি প্রতিবেশী লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ছড়িয়ে পড়ে। ১৯৭৬ সালে ইবোলা শনাক্ত হওয়ার পর থেকে এটিই ইবোলার সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাব। নাইজেরিয়া ও সেনেগালে ইবোলার স্বল্প বিস্তার ঘটলেও তা নিয়ন্ত্রণ করা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রেও একজন ইবোলা রোগী শনাক্ত হয়েছেন। তিনি লাইবেরিয়ার একজন নাগরিক, ভ্রমণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গিয়েছিলেন। ১ অক্টোবর পর্যন্ত চারমাসে ইবোলায় মোট আক্রান্তের ঘটনা ৭,৪৯২টি, এদের মধ্যে ৩,৪৩৯ জন মারা গেছেন, গত সপ্তাহে সংখ্যাটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে, ব্রিটেন, চীন ও কিউবা এবোলা আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য বিশেষ চিকিৎসক দল  সিয়েরালিওনে পাঠিয়েছে।
অপর এক খবরে বলা হয়, শীর্ষস্থানীয় এক দাতব্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, সিয়েরা লিওনে ঘণ্টায় ৫ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতি স্বাস্থ্য উপকরণের আরো বেশি সরবরাহের প্রয়োজনের বিষয়টিকে তুলে ধরেছে। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, পশ্চিম আফ্রিকার দেশটিতে গত সপ্তাহে নতুন করে ৭৬৫ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। দেশটির বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে মাত্র ৩২৭টি শয্যা রয়েছে। খবর এএফপি’র। এই সংকটকে আন্তর্জাতিকভাবে মোকাবিলা করতে লন্ডনে বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে মারাত্মক এ সংক্রামক রোগটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৩৩৮ জনের প্রাণহানি ঘটেছে। সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে এ রোগটির প্রকোপ সবচেয়ে বেশি। দেশগুলোতে এখন পর্যন্ত ৭ হাজার ১৭৮ জনের শরীরে এই রোগের ভাইরাস ধরা পড়েছে। সেভ দ্য চিলড্রেন-এর প্রধান নির্বাহী বলেন, এ রোগের মোকাবিলায় আমরা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংস্থাটি জানিয়েছে, সিয়েরা লিওনে ইবোলা ভাইরাসটি এমনভাবে ছড়িয়ে পড়ছে যা অত্যন্ত ভীতিকর। প্রতি সপ্তাহেই দ্বিগুণ হারে এ রোগ ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক সংস্থাটি জানায়, স্বাস্থ্য কর্তৃপক্ষ কোন কোন এলাকায় এ রোগের প্রাদুর্ভাব বেশি তা আরো ভালো ভাবে সনাক্ত করতে চায়।


রয়টার্স, ওয়েবসাইট।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com