Exclusive Information Session Hosted by STUDYNET

শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫ | ৯:৪৮ পূর্বাহ্ণ | 437 বার

Exclusive Information Session Hosted by STUDYNET
12308233_10153591840271348_5987306885267715381_n

Exclusive Information Session

অভিবাসন বিষয়ক এক ‘তথ্য সভা’ ৩ ডিসেম্বর

সিডনি: অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের অভিবাসন বিষয়ক এক ‘তথ্য সভা’-র আয়োজনকরেছে এ্যাডুকেশন এন্ড মাইগ্রেশন এজেন্সী স্টাডিনেট। আগামী ৩ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় রকডেইলের কস্তুরী (বনফুল) রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবেএ তথ্য সভা। শুধু শিক্ষার্থীই নয়, অভিবাসন প্রত্যাশীযে কেউই এ সভা থেকে অস্ট্রেলিয়ায় মাইগ্রেশন সম্পর্কিত সবশেষ আপডেট এবং পরামর্শ নিতে পারেন ।তথ্য সভায়, ছাত্রভিসা, অভিবাসন, প্রোফেশনাল ইয়ার এবং পিটিই নিয়ে আলোচনাকরবেন, দক্ষ ব্যক্তিরা।অস্ট্রেলিয়ায় ছাত্র ভিসা এবং অভিবাসন নিয়ে, ২০০৮ সাল থেকে কাজ করে আসছে রেজিস্টার্ড এজেন্সী স্টাডিনেট। বাংলাদেশের পাশাপাশি মালেয়শিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের আরো কয়েকটি দেশে তাদেরকার্যক্রম পরিচালনা করছে এজেন্সীটি। তথ্য সভা সবার জন্য উম্মুক্ত। যারা অংশ নিতে ইচ্ছুক, অনুগ্রহকরে তাদেরকে 0470021127 এ নাম্বারে যোগাযোগকরতে বলা হয়েছে।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com