অদৃশ্য দেয়াল

বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯ | ১১:০০ অপরাহ্ণ | 291 বার

অদৃশ্য দেয়াল

ভাল আছি,
খুব ভাল আছি!
এতদিন তুমি চলে গিয়েও রয়ে গিয়েছিলে
মনের গহীনে।
তোমার ফিরে আসার ক্ষীণ আশা লালন
করতাম মনে মনে।

বাহির পানে চেয়ে থাকতে থাকতে তপ্ত চোখে শ্রাবণ নামতো,শরীরে অবসাদ আসত,
আশাহত মন ধুকে ধুকে ক্ষয়ে যেত বিহনের কালে।

কত রাত না ঘুমিয়ে জানালা ধরে তাকিয়ে থেকেছি অন্ধকার আকাশপানে ..!
তোমার কথা বলেছি রাতজাগা পাখির সনে,
হু হু করা বাতাসের সনে।

তুমি ছিলে নিদ্রা কিংবা জাগরনে।
কতদিন স্বপ্নে দেখেছি রাজকন্যার বেশে বসে আছি ময়ুরসিংহাসনে ।
তুমি রাজপুত্রের বেশে পঙ্খীরাজে চড়ে নিতে এসেছ আমায়।
ঝড়-জলোচ্ছ্বাস,বিষধর সাপ কিংবা
খলচরিত্র স্বপ্ন ভঙ্গ করেছে বার বার।
দুঃস্বপ্নকে কতকাল সুখ ভেবে নিজেকে ভুলিয়েছি।

সব আয়োজন থেকে মুক্তি মিললো আজ।
কংক্রিটের দেয়াল ভাঙ্গা যায় বলে অদৃশ্য দেয়াল টেনে দিলাম তোমার আমার মাঝে।

এখন আর খুব যত্ন করে তুলে রাখবো না পরিপাট্য পোশাক, চটুলগন্ধের পারফিউম,
নিজেকে সাজাবো না বাহারী রংচংএ।
বন্ধ করে দিলাম খোলা দুয়ার।

রইল না আর প্রেম ও অপ্রেমের দ্বন্দ্ব।
তুমি থাকো নিজ ভুবনে সুখে কিংবা দুঃখে।

এখন আমি পুরনো কবিতাগুলি পড়ব,
পছন্দের গানগুলি শুনব।
খোলা আকাশের নীচে দাঁড়িয়ে জ্যোস্নাস্নাত হব,
ঝুমবৃষ্টিতে ভিজে মুছে দেব যত গ্লানি।

ভুলে যাওয়া নিজেকে আবার নতুন করে ভালোবাসবো।
এখন থেকে শুধুই আমি আমার হবো।

•এই কবিতাটি সালমা ডলির প্রথম কাব্যগ্রন্থ সিন্ধুপ্রেমের কাব্য থেকে নেয়া এবং এই কাব্য ২০১৯ একুশের বই মেলায় প্রকাশ পেয়েছিল।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com