অষ্ট্রেলিয়ার সিডনিতে ঈদুল ফিতর উদযাপন

বুধবার, ০৫ জুন ২০১৯ | ২:১৬ অপরাহ্ণ | 367 বার

অষ্ট্রেলিয়ার সিডনিতে ঈদুল ফিতর উদযাপন

নবধারা নিউজ অনলাইন। সিডনি,অষ্ট্রেলিয়া।বুধবার ৫ জুন
অষ্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী মুসলমানরা বুধবার (৫ জুন) ঈদুল ফিতর উদযাপন করছেন। ব্রিসবেনে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর দেশটির অধিকাংশ মসজিদ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ এবার ২৯ রোজা পালন করলেন অষ্ট্রেলিয়ার বেশীরভাগ মুসলমানরা। তবে কিছু কিছু কমিউনিটি
৩০ রোজাও পালন করেছেন।

গত কয়েক বছর ধরে একাধিক দিনে ঈদ পালন করা হয়েছে। তবে এবার অনেক সময় পর একসাথে ঈদ পালন করা হল।
এবার সিডনিতে শীত ও বৃষ্টি থাকার পরেও সবাই আনন্দ ভাগাভাগি করেছে সুন্দর ভাবে।

অষ্ট্রেলিয়ার প্রধান প্রধান ঈদ জামাত হয়েছে বিভিন্ন মসজিদ, মাসল্লাহ, মুসলিম সেন্টার, কমিউনিটি সেন্টার এবং বড় পার্কে।
ঈদের বড় জামাতগুলির মধ্যে রয়েছে ল্যাকান্বার দারুল উলুম, ল্যাকান্বার কেন্দ্রীয় মসজিদ, ল্যাকান্বার রেলওয়ের প্রেরেড মাসল্লাহ, প্যারী পার্ক কমিউনিটি সেন্টার, রকডেল এবং মিন্টু মসজিদ।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com