অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

শনিবার, ০৭ আগস্ট ২০২১ | ৪:০৪ পূর্বাহ্ণ | 177 বার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ক্রিকেট সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে শেষ ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ১০ রানে হারায়।

এই জয়ের মাধ্যমে টানা তিনটি ম্যাচে জয় পেল বাংলাদেশ, সেই সঙ্গে জিতে নিল এই টি-টোয়েন্টি সিরিজ। এর আগের দুই ম্যাচে বাংলাদেশ অনায়াস জয় পেলেও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করে।

শুক্রবারের ম্যাচে বিঘ্ন সৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে। বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নামে। শুরুতেই তিন রানের মধ্যে দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপরে সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটি বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যায়।

সাকিব আল হাসান দ্রুত গতিতে ২৬ রান তোলেন, রিয়াদ ৫২ রানের ইনিংস খেলেন। শেষের ওভারে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচ খেলা নাথান এলিস হ্যাটট্রিক করেন।

বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৭ রান। অস্ট্রেলিয়া পুরো বিশ ওভার ব্যাট করে ১১৭ রান তুলতে সক্ষম হয়।
মুস্তাফিজুর রহমান চার ওভারে মাত্র নয় রান দেন। ১০ রানের জয় পায় বাংলাদেশ।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com