টুকরিতে বসিয়ে বৃদ্ধ মাকে হাসপাতালে নিলো দুই সন্তান

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ | 357 বার

টুকরিতে বসিয়ে বৃদ্ধ মাকে হাসপাতালে নিলো দুই সন্তান

পৃথিবীতে আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ট নেয়ামত মা। মা হচ্ছেন একজন সন্তানের পৃথিবীতে আসার মূল ও প্রধান উৎস এবং অস্তিত্ব ও বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মায়ের প্রতি শ্রদ্ধা, মায়া, মমতা, ভালোবাসা ও দায়িত্বশীলতা প্রদর্শন একটি বিশেষ দিনের জন্য নয়; বরং তা হোক প্রতিদিনের জন্য।

মায়ের প্রতি আনুগত্য, মায়ের খেদমত, মায়ের হক আদায় ও বৃদ্ধাবস্থায় সেবাযত্ন করা এবং পরকালীন মুক্তির জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা আমাদের সবার একান্ত কর্তব্য। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র রয়েছে। অনেক সন্তান তার বৃদ্ধ পিতা মাতাকে রেখে আসেন বৃদ্ধাআশ্রমে আবার কেউ কোন খোঁজ খবরই রাখে না।

এইসবের মাঝে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারী হাসপাতালে বুধবার দেখা গেল ভিন্ন চিত্র। উপজে’লার নবীনগর পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামের এক অ’সুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য তার দুই সন্তান কনকন শীতকে উপেক্ষা করে, মাকে কম্বল দিয়ে মুড়িয়ে টুকরিতে বসিয়ে কাঁধে করে নবীনগর সরকারি হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে এলে, নবীনগর উপজে’লা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেন।

এ যুগে এমন ভাবে মায়ের সেবা করার দৃশ্য খুবই বিরল। দুই সন্তানের কাঁদে অসুস্থ মাকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে অ’বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন শতশত পথচারীরা। ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন,অ’সুস্থ মায়ের দুই সন্তান খুবই ভাগ্যবান যে তারা তাদের মায়ের সেবা করতে পারছে। স্যালুট এ ভাইদেরকে। এ রত্নগর্ভা মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com