তুমি ও গোলাপ

শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | ১১:০০ অপরাহ্ণ | 334 বার

তুমি ও গোলাপ

আমার দিকে অমন ঈগলের
মতো তাকিয়ে আছো কেন?

ভালোবাসি তাই।

কেন ভালোবাসো,
আমার চোখ দুটো মায়া হরিণীর মতো ,
পাকা কলা কাঁচা হলুদ মিলিয়ে গায়ের রং?

না ll

তাহলে আমার স্নিগ্ধ কোমল মুক্তোর
ঝিলিকে ভুবন ভুলানো হাসি,
নাকি দীঘল কালো মেঘের
মতো এলানো কেশ?

না ll

তাহলে কি আমার ময়ূরাক্ষী ঢেউয়ে
গড়া নদীর মতো বাঁকানো শরীর,
নাকি চাপাকলার মতো তুলতুলে
গাঢ় লালের নেইলপলিস পরানো
দুটো হাত?

না ll

তাহলে কি আমার গোলাপি আভার
ফুলানো দুটো রঙিন ঠোঁট,
নাকি তারই ফাঁক গলিয়ে বেরিয়ে
আসা কবিতার ছন্দের মতো
কথা মালা?

তাও না ll

তবে, কেন কেন কেন?
তোমাকে বলতেই হবে।

তোমাদের ওই গোলাপ বাগানটা
বেশ সুন্দর, গোলাপের পাশে
তোমাকে বেশ মানায়, মনে হয়
গোলাপের পশে অন্য এক
গোলাপ।l

কে লাগিয়েছে অমন সুন্দর করে?
তুমি?

না, মা লাগিয়েছে,
আমি শুধু পানি ঢালি রোজ।

তাইতো ফুটেছে বেশ ,
বেড়ে উঠছে পরম যত্নে সূর্যের দীপ্ত নিয়ে,
অমন ফুলের মালিকে না ভালোবেসে কি পারি ll

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com