তোমাকে প্রথম দেখি
আমাদের স্কুলের শিক্ষক মিলনায়তনে
অন্যেরা যেমনি থাকে
অন্যদিন যেমনি করে তুমি থাকো
তেমনি করেই তুমি ছিলে অবকাশ আড্ডায়।
তুমি যে বিদ্যালয়ে পড়াও
আমি সে বিদ্যালয় দায়িত্ব নিয়ে এলাম
তোমাদের উপর কর্তৃত্বকারী
পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে
কে জানত সেদিনের সেই তুমিই
বাকীটা জীবন আমারই উপর কর্তৃত্ব করবে।
শিক্ষক মিলনায়তনে আমার সেদিনের
প্রবেশটা ছিল মূলতঃ
সবার সাথে আমার পরিচিত হওয়া এবং
সবার পরিচয় জেনে নেয়া
সৌজন্যের মোড়কে আঁটানো এটা একটি
কৌশলগত প্রশাসনিক কাজেরই অংশ।
সবাই ইতস্তঃত জড়সড়, খানিকটা অপ্রস্তুত
একমাত্র তোমাকে দেখলাম সহাস্য
এবং সতঃস্ফূর্ত, আমার সকল প্রশ্নের উত্তর
তোমার পরিশীলিত এবং মোহনীয় হাসির
ঝর্ণাধারায় পরিমার্জিত করে
আমার কন্ঠে পড়ালে মায়াবী সুতোয় গেঁথে
আমি তন্ময় হয়ে দেখছিলাম তোমার
হৃদয় বিগলিত উচ্ছল হাসির অনুরনন
মন্ত্রমুগ্ধ হয়ে আমি অপলক ছিলাম
তোমার কোমল মুখের পানে।
স্যার আর কোন প্রশ্ন?
প্রধান শিক্ষকের এমন প্রশ্নে হতচকিত হয়ে
না সব ঠিক আছে বলে
কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বেরিয়ে এলাম।
সব ঠিক আছ বললেও
আমার জীবন নামক উদ্যানে
হতাশার যে বীজ বপিত হোল
সে বীজ থেকে গাঁজিয়ে উঠা
কন্টকাকীর্ণ গাছটি আজ
আমার অস্তিত্বে বিশালাকায় মহিরুহ।
শুনেছি তুমি অমন করেই হাস
তুমি অমনই সপ্রতিভ সহসা সকলে;
আমার অজ্ঞানতার কালোমেঘ
সেই তোমাকে দেখতে দেয়নি।
কি ভুলে সেই ভুলে পথ হেঁটে
দিনে দিনে শুধুই গভীর হায়েছে
হতাশার অতল গহবর, জানিনা আর কত দূর?
ফিরিবার পথ এ জীবনে আজও এলোনা
সময়ের ঘূর্ণিপাকে তুমি হারিয়ে গেলে অন্য বাঁকে
আমার ফেরার সকল পথ হারিয়েছি
তবুও বিক্ষুদ্ধ মন কিছু প্রশ্নের উত্তর খোঁজে
সেদিনের সেই তুমি আজও কি অমনি হাস?
তোমার সেদিনের উচ্ছলতা, প্রাণের ঝর্ণাধারা
সবটাই কি প্রাকৃতিক?
কিছুই কি ছিলনা আমার
আমাকে ভাল লাগার অজানা আবেশ?
আমার সে প্রশ্ন হয়ত পৌঁছবেনা
তবু সে প্রশ্ন কোনদিন তামাদি হবেনা
এ দেহে যতদিন রবে প্রাণ ততদিন
নিরন্তর আমার হয়ে আমার বিপন্ন অন্তরে
স্বস্তির মৃদু আলো জ্বালবে
আমার চিরন্তন অন্ধকারে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Development by: webnewsdesign.com