নবধারা নিউজ’ এর বার্ষিক বনভোজন-২০২১

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৩:৫৬ পূর্বাহ্ণ | 306 বার

নবধারা নিউজ’ এর বার্ষিক বনভোজন-২০২১

পিকনিক বা চড়ুইভাতি বা বনভোজন এখন আমাদের সংস্কৃতির অন্যতম অঙ্গ। বছরে একবার দলবদ্ধভাবে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানো, আনন্দ উপভোগ করে উন্মুক্ত স্থানে খোলা আকাশের নিচে ভোজন পর্ব শেষ করাই হচ্ছে পিকনিক।            সিডনিতে ‘নবধারা নিউজ’ এর পক্ষ থেকে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো গত ৯ই জানুয়ারী শনিবার রিভারউড রোটারী পার্কে স্পটে। পিকনিকে আড্ডা, মজাদার খাবার, রম্য কথিকা,

খেলাধুলা ও যেমন খুশী তেমন সাজোর আয়োজন ছিল। খেলায় বিজয়ীদের জন্য পুরস্কার প্রদান করা হয়। আবিদা আসওয়াদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

রম্য কথিকায় ছিলেন ফয়জুল আজীম চঞ্চল ও ফয়জুন নাহার পলি। ‘

যেমন খুশী তেমন সাজো’তে সেজেছেন ফারিন মিফতা ফরহাদ, জিনাফ আলম, আরিফুল মেহফুজ, মেহলিজ, আজাদ খোকন ও রুরু।

গেট টুগেদারে খাবারের তালিকায় ছিল পোলাও, সাদা ভাত, গরুর মাংস, মুরগীর রোষ্ট, সবজ্জ্বী, ফিরনি, হালুয়া বিটের ডালের সাথে ডিম, সালাত ও ড্রিংক্স।

মিষ্টি ও চা পানের ব্যবস্থার বিষয়টি নিশ্চিত হয় সবার শেষে।

গাছঘেরা সবুজ পার্কের সান্নিধ্যে মুহূর্তে সবাই যেনো হয়ে উঠলো চনমনে। ক্লান্তি গেলো দূর হয়ে।

সুন্দর সময় কাটানোর পর আয়োজক আবুল কালাম আজাদ খোকন ও লিপি আক্তার সবাইকে ধন্যবাদ জানিয়ে পিকনিকের সমাপ্তি ঘোষণা করেন। আনন্দ হৈ-চৈ এর সঙ্গে এ বছরের পিকনিক শেষ হলো।

বিশেষ দ্রষ্টব্য: নবধারা নিউজের সম্পাদক মো: আবুল কালাম আজাদ খোকন ‘নবধারা ফাউন্ডেশন’ গঠনের সিদ্ধান্ত ঘোষনা দিয়েছেন।

খেলায় বিজয়ীদের তালিকা:
———————————————————

•পুরুষদের দৌড়ে প্রতিযোগিতায়:
এনামুল হক ও মো: ফাহাদ হোসাইন।

•মহিলাদের পিলু পাস প্রতিযোগিতায়:
দিলারা জামান ও আসমা হক।

•বাচ্চাদের পিলু পাস প্রতিযোগিতায়:
ফারিন মিফতা ফরহাদ ও তাসমিন হক

•যেমন খুশী তেমন সাজো
ফারিন মিফতা ফরহাদ শিশু

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com