নির্বাচনে অটোভোট সমর্থন করেন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | ৮:৩২ পূর্বাহ্ণ | 231 বার

নির্বাচনে অটোভোট সমর্থন করেন

ভোট একটি মৌলিক অধিকার জনগনের জন্য। আপনার সঠিক সিদ্ধান্তের কারণে একজন সঠিক জনপ্রতিনিধি পেতে পারেন। ভুল জনপ্রতিনিধির কারণে সমাজ বা দেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রাচীন সময় থেকেই কেন্দ্রে যেয়ে ভোট প্রদান প্রথা প্রচলিত আছে। যদিও এই পদ্ধতির পাশাপাশি বর্তমান সময়ে যুক্ত হয়েছে পোষ্টাল ভোট ও অনলাইন ভোট। যাদের অসুস্থতা আছে, অন্যত্র ভ্রমণে থাকার সম্ভবনা রয়েছে অথবা চাকুরীতে ছুটি সংক্রান্ত ইত্যাদি সমস্যা রয়েছে; তাদের জন্য আগেভাগেই ডাকযোগে ভোট দেওয়া শ্রেয়। তাতে মানুষের সুবিধার সাথে সময়ও সাশ্রয় হয়।

এখন আসি অটোভোট পদ্ধতির কথায়। অটো ভোট হলো- অটোমেটিক ভাবেই ভোট প্রদান সম্পন্ন হয়ে যাবে। এখানে আপনার মত প্রকাশের জন্য কোন পদ্ধতির সুযোগ দেওয়া হবে না কিন্তু মূল্যবান ভোটটি আপনার নামেই যাবে। দেশের নীতি নির্ধারকরা তাঁদের সুবিধা মত ব্যালেট পেপারে সিল দিয়ে নিবে।

মনে করেন এই অটোভোট প্রথা পুরোপুরি চালু হয়ে গেল দেশে; তাতে ব্যক্তির কি সুবিধা হতে পারে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ব্যয় করতে হবেনা, সহিংসতার মুখামুখি হবেন না।নির্বাচনী ক্যাম্পে যাওয়ার যাতায়াত ভাড়াটাও বেঁচে যাবে।

পরিশেষে, অটোভোটের প্রস্তাবটি অগনতন্ত্রিক। স্বচ্ছতায় আলোর মুখ দেখার প্রত্যাশায় নাগরিকরা। ভালো কাজের মধ্যেই চেতনা।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com