‘বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ’র নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠিত

রবিবার, ১৭ অক্টোবর ২০২১ | ৪:০৮ পূর্বাহ্ণ | 135 বার

‘বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ’র নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠিত

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক ও সার্বিক মানোন্নয়ন ও সম্মান প্রতিষ্ঠার জন্য ইউনেস্কো কর্তৃক ঘোষিত শিক্ষাবিষয়ক এজেন্ডার বাস্তবায়নের লক্ষ্যে এই পরিষদের সূচনা হয়।

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্না সভাপতি এবং ঢাকেশ্বরী মিলস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২০২০ সালের ১০ অক্টোবর বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ নামে সংগঠনটির প্রকাশ ঘটে। ইতোমধ্যে ৫৫টি জেলায় ৪১ সদস্য কমিটি বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের শিক্ষকদের কার্যক্রমকে সুসংগঠিত ও সাবলীল রাখতে প্রতিষ্ঠান প্রধানদের মতামতের ভিত্তিতে নব কমিটির যাত্রা হয়।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা কমিটির সকলকে অভিনন্দন-শুভেচ্ছা জানিয়েছেন।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com