ভারতকে তাদেরই মাঠে হারিয়ে দিলো আফগানিস্তান

বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | ৩:৩২ পূর্বাহ্ণ | 362 বার

ভারতকে তাদেরই মাঠে হারিয়ে দিলো আফগানিস্তান

আফগানিস্তানের ক্রিকেট উঠে আসছে ধীরে ধীরে। শুধু জাতীয় দল নয়, তাদের পাইপলাইনও যে বেশ শক্ত-পোক্ত হয়ে ওঠেছে, তার প্রমাণ দিলো এবার আফগান যুবারা।

আজ মঙ্গলবার লক্ষ্মৌতে সিরিজের তৃতীয় যুব ওয়ানডেতে স্বাগতিক ভারতকে ৩ উইকেট আর ২২ বল হাতে রেখে হারিয়ে দিয়েছে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল।

টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। সফরকারিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ৪৯ ওভার ব্যাটিং করে ভারত অলআউট হয়ে যায় মাত্র ১৫২ রানে। দলের অধিনায়ক শুভাং হেজ করেন ৪৬ রান।

আফগানদের পক্ষে ৪টি উইকেট নেন আবিদ মোহাম্মদী, ৩ উইকেট শিকার আবদুল রহমানের।

লক্ষ্য ১৫৪ রানের। ৪৬.২ ওভার ব্যাট করে এই লক্ষ্য পেরিয়ে যায় আফগানিস্তান। ইমরান ৩৪ আর মোহাম্মদ ইশহাক ৩২ রান করেন। বল হাতে ৩ উইকেট নেয়ার পর অপরাজিত ২৬ রান করে ম্যাচসেরা হন আবদুল রহমান।

পাঁচ ম্যাচের সিরিজে এটি আফগানিস্তানের প্রথম জয়। এই জয়ের পরও অবশ্য ভারত ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে। পরের ম্যাচ ২৮ নভেম্বর।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com