ভারতের দিল্লীতে তিনদিন ধরে চলছে ভয়াবহ দাঙ্গা । ණ দাঙ্গার সূত্রপাত , . বৃহস্পতিবার , হিন্দুদের দিওয়ালিপূজার রাতে দিল্লীর ত্রিলকপূরি এলাকায় একটি মসজিদের সামনে পূজামণ্ডপ বসিয়ে পূজা করা শুরু করে হিন্দুরা। মসজিদের সামনে বসায় স্থানীয় মুসলমানরা এর তীব্র প্রতিবাদ করে , এতে ক্ষিপ্ত হয়ে দাঙ্গা শুরু করে সন্ত্রাসী হিন্দুরা। শুক্রবারে পরিস্থিতি কিছুটা ঠাণ্ডা হলে , রাতের বেলায় দাঙ্গা আক্রান্ত এলাকায় সমাবেশ ডাকে বিজেপি । সেখানে বিজেপির নেতা সুনীল কুমার মুসলিম বিরোধী বক্তব্যসহ ঐ স্থানে একটি মন্দির নির্মাণের ঘোষণা দেয়। এতে পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয় এবং নতুন মাত্রায় দাঙ্গা শুরু হয়। দাঙ্গায় বহু লোক আহত হয়েছে , পুলিশের গুলিতেও আহত হয়েছে অনেকে। দাঙ্গার সময় মুসলমানদের বাড়িঘর ও দোকানপাট লুটপাট করে হিন্দুরা। অনেক বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এদিকে, হিন্দুদের কিছু না বলে উল্টো মুসলমানদেরকে ঘর থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। নিরাপত্তার অভাবে স্ব-পরিবারে এলাকা ছেড়ে যাচ্ছে মুসলমানরা।
সূত্র: ১) http://www.firstpost.com/india/trilokpuri-communal-riot-violence-leaves-east-delhi-tense-35-hurt-section-144-imposed-1772819.html
২) http://indianexpress.com/article/india/india-others/fresh-violence-in-trilokpuri-prohibitory-orders-imposed/
৩) http://indiatoday.intoday.in/story/communal-riots-trilokpuri-viole nce-hindu-musli m-clash-raf-crpf-sanjay-beniwal/1/397532.html
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Development by: webnewsdesign.com