যোগাযোগ ও যোগাসন বৃত্তান্ত

রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ | 319 বার

যোগাযোগ ও যোগাসন বৃত্তান্ত

তাকিয়ে থাকা মানে দেখা নয়
শোনা মানে কিন্তু শ্রবণ নয়
আর ইশারা মানে যোগাযোগ নয়।

তোমরা বলো দেখা আর আমি বলি তাকিয়ে থাকা
তোমরা বললে শ্রবণ আমি বলছি এখন শোনা
তোমরা বললে যোগাযোগ আমি বললাম অর্থহীন ইশারা।

এ কোন যাত্রাপথে অসংখ্য যাত্রী
নির্বিকার তাকিয়ে থাকি অজানা অগন্তব্যে
উপর্যুপরি অবহেলায়।

আশেপাশে ললিপপ নামক বিজ্ঞানীরা
ওহি নিয়ে হাজির নবনব আনন্দবেশে
আমি তখন নিতান্ত অসহায় কনুব্যাঙ।

ধোয়ামোছার কাজ শেষ করে
তোমাকে আবারও পাঠাই গণশৌচাগারে
পরিপাটি ও স্নিগ্ধ হয়ে আসবার জন্য।

ওদিকে প্রেয়সীরা উলঙ্গ হয়ে
যোগাসনে যোগসাজশে
তোমার আমার মৃত্যুর ক্ষণই গোনে।

আর গোপন পুরুষপুঙ্গব ছদ্মবেশী
নপুংসক হয়ে আবোল তাবোল
তোমাকে উদ্ধারে হে বলবীর।

এই বাংলার উৎসুক জনতার আহাজারি
ভারী করে অন্তরিক্ষ
আর আমি ঘরের কোণে অমাবস্যাতিথি সন্ধানরত এক কনুব্যাঙ।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com