সিডনিতে নবধারার অ্যাসোসিয়েশনের ফাগুনের পিকনিক অনুষ্ঠিত

বুধবার, ২২ মার্চ ২০২৩ | ৫:২৭ পূর্বাহ্ণ | 84 বার

সিডনিতে নবধারার অ্যাসোসিয়েশনের ফাগুনের পিকনিক অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়ালী পার্কের হরিজন থিয়েটারের সন্মূখে ফাগুনের পিকনিক অনুষ্ঠিত হয়। ‘বসন্ত বাতাসে’র ব্যানারে আনন্দ আয়োজনের উদ্যোগে ছিলেন নবধারা অ্যাসোসিয়েশন। গত শনিবার এই পিকনিক উদযাপন করে।

বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বসন্ত উৎসব। প্রাচীনকাল থেকে বাংলা বছরের সর্বশেষ ঋতু বসন্তকে বরণ করে নেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। বাঙালি সংস্কৃতির সঙ্গে প্রবাসী শিশুদের পরিচয় করিয়ে দিতে ফাল্গুনে এক-আধটু আনন্দ দেওয়াই যেতে পারে। তাই নতুন পোশাক পরিয়ে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ দেওয়া হয় শিশু ও মহিলাদের অনুষ্ঠানের মাধ্যমে।


অনুষ্ঠানে মেয়েরা হলুদ শাড়ি ও ছেলেরা পাঞ্জাবি পরে আনন্দের ক্ষণটুকু লালন করে। মহিলাদের ও বাচ্চাদের খেলা এবং পুরস্কারের আয়োজন ছিল। অনুষ্ঠানে রঙিন ফটো সেশন পর কেক কাটা হয়।


নবধারা অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ খোকন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com