প্রবাসে শত কর্মব্যস্ততার মাঝেও অনেকেই দেশীয় সংস্কৃতির চর্চার চেষ্ঠা করেন। তাঁরা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রায়ই দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির সংমিশ্রণে আনন্দ আড্ডার মেতে উঠে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির মাউন্ট আনান বোটানিকেল গার্ডেনে বাংলাদেশি
ডেন্টিস্টদের এমনই এক মিলনমেলার আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন ডেন্টাল কলেজের প্রাক্তন ছাত্র/ছাত্রীরা অংশগ্রহন করে।
সিনিয়র ডেন্টিস্ট নাহিদ সায়মার তত্বাবধান ও সভাপতিত্বে আয়োজিত এ মিলনমেলায় হৈ-হুল্লোড় ছাডাঁও; তাঁদের বাড়তি আকর্ষণ ছিল বোটানিক্যাল গার্ডেনের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য। আয়োজন জুড়ে ছিল অংশগ্রহনকারীদের নাচ-গান, ফ্যাশন শো, বালিশ খেলা ও বিভিন্ন কুইজ খেলা। আর মধ্যাহ্নভোজে ছিল রুচিসম্মত বাংলাদেশি খাবারের সমারোহ।
কর্মব্যস্ত জীবনে বিদেশ বিভূঁইয়ের এই ডাক্তাররা কিছু সময়ের জন্য হলেও হারিয়ে গিয়েছিলেন ডেন্টাল মেডিক্যাল কলেজ জীবনের সেই মধুময় দিন গুলোতে।
ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডা. নাহিদ সায়মা এবং ভবিষ্যতে আরও বৃহৎ ও সুন্দর পরিসরে এ আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Development by: webnewsdesign.com