মাথা ছিল ঢাকা তার
ঘন কালো চুল,
ভালোবাসি আমি তারে
এটা নয় ভুল।
সফেদ মুখেতে আঁকা
বিন্দু গোটা চার,
তারে ভেবে পাড়ি দেই
সমুদ্র অপার।
হাসিতে মুক্ত ঝরে
গলাতে মালা,
ছেড়ে তারে দূরে গেলে
মনে বাড়ে জ্বালা।
চাঁদের কিরণ ঝিলিক
কপোলে যে তার,
মনে চায় ভালোবাসি
বলি বার বার।
সোনা রঙে রাঙা তার
দরদিয়া মন,
মাখিবো প্রেমরসে
করেছি যে পণ।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ |
২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Development by: webnewsdesign.com