অস্ট্রেলিয়ান নাগরিকরা মেলবোর্নে পৌঁছেছে

শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | ১০:১৯ অপরাহ্ণ | 222 বার

অস্ট্রেলিয়ান নাগরিকরা মেলবোর্নে পৌঁছেছে

বাংলাদেশ থেকে ২৯০ জন যাত্রী নিয়ে আসা শ্রীলংকান এয়ারলাইন্সের বিমানটি নিরাপদে মেলবোর্নে অবতরণ করেছে আজ শুক্রবার দুপুর ২:৪০ মিনিটে। যাত্রীরা হোটেল রুমে উঠেছে আনুমানিক রাত আটটা থেকে নয়টা মধ্যে। এই বিমানটিতে শুধুমাত্র অস্ট্রেলিয়ান বাংলাদেশীরা এসেছে।

গতরাত বৃহ:বার ৮:৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বিমানটি কলন্বোতে শুধু তৈল ও খাবার নিয়েই (প্রায় ১ ঘন্টা বিরতি) সরাসরি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এসে পৌঁছেছে। এই বিমানে আসা সকল যাত্রীরা এখন ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য নভোটেল হোটেলে অবস্থান করবে।

উল্লেখ্য যে, ২৮০ জন যাত্রী না হলে বিমান ছাড়বে না বলে শ্রীলংকান এয়ারলাইন্স যাত্রীদের ইমেইল করে পূর্বে জানিয়েছিল। কিন্তু চেকিং ও কেবিন ক্রুরা জানান ৩০০ জন যাত্রী ছিল এই বিমানটিতে।

যাত্রীরা কিছু অভিযোগ ব্যক্ত করেছেন। বিমানে মূল খাবারের পরিমান খুবই কম ছিল। চা, কফি, জুস ও সফট ড্রিংকস দেওয়া হয় নাই। ঢাকা টু কলন্বো যাত্রাকালে ২৫০ মিলিলিটার পানি এবং কলন্বো টু মেলর্বোনে ১:৫ লিটার পানি দিয়েছে। কোন কম্বল বা পিলো দেওয়া হয় নাই।

তবে এখন পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হওয়ার খবর আসেনি বলে জানিয়েছেন।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com