অস্ট্রেলিয়ায় মাহে রমজান শুরু

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৬:৫৮ অপরাহ্ণ | 148 বার

অস্ট্রেলিয়ায় মাহে রমজান শুরু

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান। এটা আত্মশুদ্ধির মাস।

অস্ট্রেলিয়ায় যাহারা ক্যালেন্ডার অনুসরণ করেন তাঁরা আজ ১৩ এপ্রিল মঙ্গলবার পবিত্র রমজান শুরু করেছে। আর যাহারা চাঁদ দেখার উপর নির্ভরশীল তাহারা ১৪ এপ্রিল বুধবার থেকে রোজা শুরু করবে।

করোনা ভাইরাসের কারণে এই রমজানে স্থানীয় বিভিন্ন এলাকার মসজিদ, মাসালা, এবং কমিউনিটি সেন্টারে তারাবির নামাজের ব্যবস্থা করা হয়েছে।তবে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্বল্প পরিসরে নিবন্ধনের মাধ্যমে মুসল্লিরা অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য গত বছর কোভিড-১৯ এর জন্য সিডনিতে কোথাও রমজানের তারাবীর জামাত অনুষ্ঠিত হয়নি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, পবিত্র রমজান বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বিশেষ ভক্তি, উপবাস এবং প্রার্থনার সময়। তিনি রমজান উপলক্ষে মুসলিম কমিউনিটির জন্য বাণী প্রদান করেন।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com