করোনা সংকটে সিডনিতে ত্রাণ বিতরণ করছে সামাজিক সংগঠনগুেলি

বুধবার, ২০ মে ২০২০ | ৫:৪৮ অপরাহ্ণ | 275 বার

করোনা সংকটে সিডনিতে ত্রাণ বিতরণ করছে সামাজিক সংগঠনগুেলি

বিশ্বে করোনা সংকট মোকাবিলায় সাধ্যমতো অনেকেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তেমনি মানবতাকে জয় করার জন্য অষ্ট্রেলিয়ার সিডনিতে কিছু কিছু সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল খাবার বা ত্রান সামগ্রী দিয়ে সহযোগিতা করছে সমস্যাগ্রস্ত মানুষদের।      

ত্রাণ সমাগ্রী বিতরণের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রয়েছে যেমন চাল, তেল, ডাল, পিঁয়াজ, আলু, গোশত, পাস্তা, নুডুলস,ব্রেড, শিশু নেপি ইত্যাদি। কোন সংগঠন আবার ফুড বক্সে দুপুরের ও রাতের খাবার দিচ্ছে। কেউবা ইফতার বিতরন করছে।

সিডনিতে কভিড-১৯ যে সকল সংগঠন পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন তাঁদের নামগুলি তুলে ধরা হইল। সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট, চ্যারিটি ফর লাইফ, আপিল ফর হিউম্যানিটি, ফুড শেয়ারিং, ফুড সাপোর্ট সিডনি, বিএনপি, ‘লাভ ডোর টু ডোর’


আওয়ামীলীগ, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যান্বেলটাউন, ওপেন ফ্রেন্ড সার্কেল প্রমুখ সংগঠন। এছাড়াও ব্যক্তিগত উদ্দ্যোগেও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছেন।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com