গুগলে বেশি সার্চ হয় কোন শব্দ ?

বুধবার, ১৮ মার্চ ২০১৫ | ১:৫৪ অপরাহ্ণ | 1216 বার

আপনি তো সারাদিন নানা কাজে, প্রয়োজনে গুগলের শরণাপন্ন হন৷ কখনও অজানাকে জানার জন্য, আবার কখনোবা কাজের সূত্রে৷ আর অফিসের কাজেতো গুগলের ব্যাবহার আছেই৷ কিন্তু আপনি কী জানেন গুগলে সব থেকে বেশি কী সার্চ হয়? সারা বিশ্বের মানুষ কোন শব্দটি

সব থেকে বেশি বার লেখে গুগল সার্চ অপশনে? সেই উত্তর সম্প্রতি পাওয়া গিয়েছে । সব থেকে বেশিবার লেখা হয় ‘ফেসবুক’ শব্দটি৷ গুগলের তরফে এই তথ্য জানানো হয়েছে৷গুগলের তরফে জানানো হয়েছে, ‘প্রত্যেক দিন সারা বিশ্বে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কেই সব থেকে বেশি সার্চ করা হয়’৷ সার্চের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইউটিউব ৷ আর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ‘পর্নো ছবি’৷- ওয়েব সাইট।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com