বর্ণিল আয়োজনে “নবধারা নাইটস” উদযাপন I

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬ | ২:১৮ অপরাহ্ণ | 954 বার

বর্ণিল আয়োজনে “নবধারা নাইটস” উদযাপন I

nobo-dhara

 

 

 

 

 

 

 

বর্ণিল আয়োজনে “নবধারা নাইটস” উদযাপন

আঊয়াল খান:
স্মার্ট ফোন ও এর উন্নত নেটওয়ার্ক প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে দিন দিন ইন্টারনেটের ব্যবহার আরো বেশি গতিশীল ও সম্প্রসারিত হচ্ছে।এর সাথে সাথে অগনিত পাঠকের ও সংবাদ পড়ার অভ্যাসের ও ব্যাপক পরিবর্তন ঘটেছে। পাঠক আর এখন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাই না সংবাদ জানার জন্য আর এই কারনে অনলাইনে গড়ে উঠেছে মানুষের কাছে দ্রুত ও তাৎক্ষণিক সংবাদ পৌঁছে দেয়ার মাধ্যম। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে দ্রুত ও তাৎক্ষণিক সংবাদ পৌছে দেওয়ার লক্ষ্যে তিন বছর আগে সিডনিতে অনলাইন পত্রিকা নবধারা নিউজের যাত্রা শুরু হয়।হাটিহাটি পা পা করে এই পোর্টালটি ৩ বছর না পেরুতেই প্রবাসী কাছে বিশেষ স্থান করে নিয়েছে ।

14088464_521415341395728_8230270519532913758_n

 

 

 

 

 

 

আর এই উপলক্ষ্যে গত ২১ আগষ্ট( রবিবার) সন্ধ্যায় ল্যাকেম্বার স্থানীয় একটি ফাংশন সেন্টারে পত্রিকার পক্ষ থেকে ” নবধারা নাইটসের” আয়োজন করা হয় । অনুষ্ঠানে নবধারা অনলাইন পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্ত্বে এবং চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলী আব
দুল্লাহ সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহন করেন ফেডারেল শ্যাডো আর্টস মিনিষ্টার টনি বার্ক এম পি, নিউসাউথ ওয়েলসের শ্যাডো এ্যাজুকেইশন মিনিষ্টার জিহাদ দিব এম পি, নিউসাউথ ওয়েলসের শ্যাডো মাল্টিকালচার মিনিষ্টার সোফি কস্টিস এম পি, স্ট্রাটফিল্ড কাউন্সিলের কাউন্সিলার রাজ দত্ত, এড্যাভান্স ডাইভারসিটি সার্ভিসের সিইও এ্যানটনেট চাও, সিটি অফ ক্যান্টাবেরীর সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ, প্যারামাটা কাউন্সিলের সাবেক কাউন্সিলার শাহাদাৎ চৌধূরী, অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন সভাপতি নাসিম সামাদ, এবং স্টাডি নেটের সিইও হোসাইন বাবু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রবীন কমিউনিটি ব্যাক্তিত্ব নজরুল ইসলাম সহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

14088498_521415298062399_197542368020592392_n

 

 

 

 

 

 

অনুষ্ঠানে আলোচকরা নবধারা অনলাইন পোর্টাল ও এর সম্পাদক আবুল কালাম আজাদের ভূয়সী প্রশংসা করে বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম সেরা মাধ্যম হচ্ছে অনলাইন পত্রিকা।এখন মানুষ আগের মত সপ্তাহ বা একদিন পর নিউজ দেখতে চান না।তথ্য-প্রযুক্তির এ যুগে মানুষ মূহুর্তেই মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে খবর জানতে চায়। সহজে মোবাইলের মাধ্যমে দ্রুত সংবাদ পেয়ে যাওয়ায় সকল শ্রেণীর মানুষের অন্যতম অবলম্বন হয়েছে অনলাইন পত্রিকা ।ফলে কমিউনিটিতে নবধারার মত অনলাইন পত্রিকার গুরুত্ব বেড়েই চলেছে। তারা নবধারা পরিবারের সমৃদ্ধি কামনা করেন।

14199500_521415371395725_3415224465541952751_n

 

 

 

 

 

 

এছাড়াও অনুষ্ঠানে আলোচকরা পারিবারিক সহিংসতা বন্ধে সকলকে দৃঢ় ভুমিকা পালন করতে বলেনে এবং উপস্হিত শিশু কিশোরদেরকে তাদের অভিবাবকদের মান্য করা ও যে কোন বিষয়ে তাদের পরামর্শ গ্রহনের আহবান জানান।

14191936_521415308062398_7354379731370840494_n

 

 

 

 

 

 

পত্রিকাটির সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য সাবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন ” নবধারা আজকের এই অবস্থানের কৃতত্বের বড় একটি দাবীদার হলো পাঠকরা। আমরা সব সময় চেষ্টা করেছি পাঠক চাহিদা পূরণের” ।তিনি দীর্ঘ এই পথচলায় তাকে সহায়তা করার জন্য সম্মানিত প্রতিনিধি, পাঠক, শুভাণ্যূধায়ী ও বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানান।

14184371_521415401395722_2235701411343975_n

 

 

 

 

 

এরপর নবধারা পক্ষ থেকে কমিউনিটিতে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচজনকে বিশেষ পদক প্রদান করা হয়। এবারে আজীবন সম্মাননা -২০১৬ পদক প্রদান করা হয়েছে বাংলাদেশি ক্যাপ্টেন কুক খ্যাত প্রবীন ব্যাক্তিত্ব নজরুল ইসলামকে,এস বি এস রেডিওর বাংলা সার্ভিসের নির্বাহী প্রযোজক আবু রেজা আরেফিন প্রদান করা হয়েছে বর্ষসেরা সাংবাদিক-২০১৬ এর পদক। সৃজনশীলতা পদক প্রদান করা হয়েছে তরুন ফটোগ্রাফার রাফিঊর রহমানকে , ১৩ বছর বয়সী উদিয়মান ক্রিকেটার রাহিদ আলমকে দেওয়া নতুন প্রজন্ম পদক-২০১৬, প্রিয় নবধারা পাঠক পদক-২০১৬ প্রদান করা হয়েছে মোঃ দুলাল কে। এছাড়া ও অনুষ্ঠানে নবধারার দশজন নিয়মিত পাঠকে সম্মানিত করা হয় তারা হলেন শারমিন আকতার, সাইফুল ইসলাম শরিফ রনি, সাজ্জাদ বিন আফাজ, আবিদা আসওয়াদ, ইয়াসমিন আনোয়ার, শাহিদা আকতার, মুনা মোস্তফা, এহসানুল হক ইসমাইল, হাসনা খান, কানিতা আহম্মেদ।

14192645_521415801395682_4654500422887891063_n

 

 

 

 

 

 

এই সময় নবধারা সম্পাদকের সাথে মঞ্চে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল, অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন সভাপতি নাসিম সামাদ, বিডি কমিউনিটি স্কুল উপদেষ্টা প্রকৌশলী হান্নান, বিএনপি নেতা মনিরুল হক জর্জ, সামাজিক সংগঠন রংধনুর সাঃ সম্পাদক সামজ্জুজামান শাহীন প্রমুখ।

14068280_521415811395681_7303737257767455518_n

 

 

 

 

 

 

অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী রুহুল আমিন, কৌতুক পরিবেশন করেন সাইফুল ইসলাম রনি এবং নৃত্য পরিবেশন করেন সারিকা। সবশেষে নৈশভোজ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নবধারা নাইটসের এই ব্যাতিক্রমি আয়োজন।

14199402_521415901395672_6585174098281854178_n

বিষয় :

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com