মাত্র ১১ মিনিটে ইবোলা নির্ণয়

সোমবার, ২৭ এপ্রিল ২০১৫ | ১২:২১ অপরাহ্ণ | 878 বার

মাত্র ১১ মিনিটে ইবোলা নির্ণয়

মহামারি আকারে ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস ইবোলা মাত্র ১১ মিনিটের মধ্যে নির্ণয়ের পদ্ধতি বের করেছে জাপানি একটি গবেষক দল। যেখানে প্রচলিত পদ্ধতিতে এ রোগ ধরতে ৯০ মিনিট লাগে। নাগাসাকি বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউটের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের এ আবিষ্কার প্রাণঘাতী ইবোলা রোগের চিকিৎসা দ্রুততর করতে সহায়তা করবে বলে জানিয়েছেন অধ্যাপক জিরো ইয়াসু-দা।

গত মাসে গিনিতে একশ’ ব্যক্তি ওপর চালানো পরীক্ষায় দেখা যায়, খুব কম সময়ের মধ্যেই এবোলা রোগের উপস্থিত শনাক্ত করতে পারছেন গবেষকরা।
এ সময় একশ’ জনের মধ্যে ৪৭ জনের দেহে এবোলা উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এদিকে গবেষক দলের সহযোগীর জন্য তোশিবাকে নতুন পরীক্ষা চালানোর যন্ত্রপাতি সরবরাহ করার আহ্বান জানিয়েছে গিনি সরকার। ১৯৭৬ সালে কঙ্গো ও সুদানে এ ভাইরাস প্রথম বারের মত সনাক্ত করা হয়। মূলত কঙ্গোর ইবোলা নদীর নাম অনুসারে এ নাম করণ করা হয়। এর পাঁচটি ধরণ রয়েছে। যাদের নামকরণ করা হয়েচে জাইরি, সুদান, রোস্টান, বুনডিবিগিও, তাই ফরেস্ট আইসব আফ্রিকান দেশ এর নাম অনুসারে। রক্ত বা দেহ নিঃসৃত অন্য কোনো তরল পদার্থের সংস্পর্শের মাধ্যমে এবোলা’র বিস্তার ঘটে। ২০১৩ সালের ডিসেম্বরে এ রোগ দেখা দেয়ার পর পশ্চিম আফ্রিকায় ১০ হাজারের বেশি মানুষ মারা যায়।

স্বাস্থ্য ও সেবা

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com