সিডনিতে কবি পারভীন রেজার বইয়ের মোড়ক উন্মোচন

রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ | ১২:৪৩ পূর্বাহ্ণ | 281 বার

সিডনিতে কবি পারভীন রেজার বইয়ের মোড়ক উন্মোচন

১৯ নভেম্বর সন্ধ্যায় সিডনির রকডেলের রেডরোজ ফাংশন সেন্টারে বাংলাদেশের কবি পারভীন রেজার ‘The Poetry of Pervin Reza’ কবিতা বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।

সিডনি বাঙালি কমিউনিটি ইনক এর পক্ষ থেকে সেলিমা বেগমের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। এই পর্বে পারভীন রেজার একটি কবিতা পাঠ করেন পূরবী পারমিতা বোস। ছোট বন্ধুদের মধ্যে কবিতা ও গান পরিবেশন করে পৃথিবী, রিডা, ঈশান ও অনুভা। সিডনির স্বপ্ন ব্যান্ড গান পরিবেশন করেন এবং গিটারে সহায়তায় ছিলেন সালাউদ্দিন শিপলু।

অনুষ্ঠানটিতে সার্বিক পরিচালনা করেন শাওন রিজভি এবং ডিনারের পর শাওন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

কবি পারভীন রেজার সংক্ষিপ্ত পরিচিতি :

কবি পারভীন রেজা নামে পরিচিত হলেও তার প্রাতিষ্ঠানিক নাম ফিরোজা পারভীন। গত ৩০ অক্টোবর ছিল পারভীন রেজার শুভ জন্মদিন। তিনি পিরোজপুরে জন্মগ্রহণ করেন এবং তার নিজের পরিচয়ের পাশাপাশি আরও একটি পরিচয় আছে। বর্তমান সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এর সহধর্মিণী। পারভীন রেজার ‘পদ্মপাতা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতাই পাঠককে মুগ্ধ করতে সক্ষম।

পারভীন রেজা স্কুল জীবন থেকে লেখালেখি শুরু করেন। নিয়মিত ভাবে লিখছেন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাসমুহে। সাহিত্যের প্রতিটি শাখায় রয়েছে তার অবাধ বিচরণ। ১৯৯৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘নীহারিকা’ প্রকাশ পায়। পারভীন রেজার ২১টি কবিতার বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশে।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com