সিডনিতে নবধারা অ্যাসোসিয়েশনের বসন্ত উৎসব

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ৪:০৩ অপরাহ্ণ | 172 বার

সিডনিতে নবধারা অ্যাসোসিয়েশনের বসন্ত উৎসব

সূর্য জেগে উঠলেই পালাবদল হবে বাংলার ষড়ঋতুর। আসবে পহেলা ফাল্গুন। শুরু হবে ঋতুরাজ বসন্ত কালের সূচনা।

বসন্ত হলো ভালোবাসার ঋতু, বসন্ত হলো বাহারি ফুলের ঋতু, বসন্ত মানেই গাছে গাছে কোকিলের ডাক, বসন্ত মানেই মন মাতানো দক্ষিণা বাতাস।

কুয়াশার চাদরকে সরিয়ে সূর্য্যি মামা জেগে উঠতেই বাসন্তী রঙের পাঞ্জাবি,শাড়ী, স্যালোয়ার কামিজ, ফতুয়া পরে বিভিন্ন সাজে সব বয়সীরা ওয়ালী পার্কের হরিজন থিয়েটারে আসতে শুরু করে। উদ্দেশ্য ঋতু রাজ বসন্তকে বরণ করা।

অস্ট্রেলিয়ার সিডনিতে নবধারা অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার দুপুরে ওয়ালী পার্কের হরিজন থিয়েটারে ‘বসন্ত বাতাসে’র ব্যানারে ফাল্গুন উৎসব উদযাপন করা হয়।

আবুল কালাম আজাদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা করেন আবিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টারবারি-ব্যাংকস টাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর কার্ল সালেহ।

অনুষ্ঠানে মেয়েরা হলুদ শাড়ি ও ছেলেরা পাঞ্জাবি পরে আনন্দের ক্ষণটুকু লালন করে। বসন্ত উৎসবের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী নিতু। বাচ্চাদের খেলা ও পুরস্কারের আয়োজন ছিল। রঙিন ফটো সেশন ও ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

এসময় অতিথিরা বলেন, বসন্ত আসেই যেন আমাদের হৃদয়ে অকারণ খুশির দোলা দিতে। যেদিকে চোখ যায়, যেন রঙের রায়ট। এদিকে চোখ গেল তো গোধূলিরঙা পলাশ, আরেক দিকে রক্তলাল কৃষ্ণচূড়া। দখিনের জানালা খুললেই মিষ্টি বাতাস আর সারাদিন নরম কুসুমের মতো রোদ। এমন দিনেই তো উৎসব জমে ওঠে। বাঙালির বারো মাসের তেরো পার্বনের সূচনাও হয় এমনই এক ঋতুতে, যখন মানুষের মন ঠিক যেন কবিগুরুর ভাষায় ‘অলক্ষ্য রঙে’র ছোঁয়ায় অকারণের সুখে’ ভরে ওঠে।

‘পাতাঝরা শুষ্ক শীতের শেষে আসে রঙে রঙিন বসন্ত। চারদিকে নতুন পাতা আর ফুলের সমাহার। বাংলার ছেলে-বুড়ো সবার প্রিয় ঋতু বসন্ত। বসন্ত বারবার নানা রঙে ও নানা রূপে ফুটে উঠেছে হাজারও কবির কবিতায়, শিল্পীর তুলির আঁচড়ে। কখনও বন্দনা বসন্তের বাতাসের, তো কখনও আরাধনা বসন্তের ফুলের সুবাসের। এই সিডনিতেও মাঝেমধ্যেই শোনা যায় কোনো এক গাছের ফাঁকে লুকিয়ে থাকা কোকিলের কুহু ডাক। বসন্তই তো ফাগুনের রঙে রাঙিয়ে ওঠার দারুণ উপলক্ষ।’

১৫৮৫ সালে সম্রাট আকবর বাংলা বর্ষপঞ্জি হিসেবে আকবরি সন বা ফসলি সনের প্রবর্তন করেন। তিনি প্রতি বছর ১৪টি উৎসব পালনের রীতিও প্রবর্তন করেন। এর মধ্যে অন্যতম বসন্ত উৎসব। ১৯০৭ সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতনে যাত্রা শুরু করে বসন্ত উৎসব, যা ‘ঋতুরঙ্গ উৎসব’ নামেই পরিচিত।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com