সিডনিতে সুজিত মোস্তফার সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ৭:০০ অপরাহ্ণ | 337 বার

সিডনিতে সুজিত মোস্তফার সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত

২১ সেপ্টেম্বর শনিবার অস্ট্রেলিয়ার সিডনির ডুরালের পেসিফিক হিলস খ্রিস্টিয়ান স্কুল অডিটোরিয়ামে উদযাপিত হয় প্রখ্যাত শিল্পী সুজিত মোস্তফার সঙ্গীত সন্ধ্যা। ‘মর্মে মর্ম ধ্বনি’ নামের একটি সংগঠনের ব্যানারে প্রোগ্রামটির আয়োজন এবং এই অনুষ্ঠানের প্রধান আয়োজক আনিসুর রহমান নান্টু। সার্বিক সহযোগীতায় ছিলেন এলিজা আজাদ টুম্পা ও রাহুল হাসান।

অনুষ্ঠান শুরুতেই সন্ধ্যা ৬:৪৫ মিনিটে আনিসুর রহমান নান্টু শুভেচ্ছা বক্তব্য দিয়ে দর্শক শ্রোতাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। মঞ্চে ছোট্টমনি মাহিকা রহমান সুজিত মুস্তাফাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানোর পর শিশু কিশোরদের সমবেত নাচ হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাফিসা। অনুষ্ঠানে শিল্পী সুজিত মোস্তফা পরিবেশন করেন, না না যেওনা, আমার আপনার চেয়ে আপন যে জন, আজি মধুর বাঁশি বাজে, দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী, তোমার কাজল কেশ ছড়ালো বলে, নয়ন ভরা জল গো তোমার, পরদেশি মেয়ে, আমি এতো যে তোমায় ভালোবেসেছি, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়ে ছিলে, ও মোর প্রিয়া হবে এসো রাণী, অনেক বৃষ্টি ঝরিয়ে তুমি এলে, তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন মধুরসহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আবু হেনা মোস্তফা কামালের গান গেয়েও বাবাকে শ্রদ্ধা জানান শিল্পী সুজিত মোস্তফা। তাঁর সাথে বাদ্যযন্ত্রে সহযোগিতায় ছিলেন অভিজিৎ দাঁ তবলায় এবং নীলাদ্রি চক্রবর্তী ছিলেন কিবোর্ডে। শিল্পী সুরের মূর্ছনায় দর্শকশ্রোতাদের মুগ্ধ করেন।

সিডনির স্থানীয় শিল্পীদের মধ্যে ইন্দ্রাণী মুখার্জী, রাহুল হাসান ও অমিয়া মতিন গান পরিবেশন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরেকটি দলীয় নৃত্য ছিল। রাত ১০:০০টায় সঙ্গীত সন্ধ্যা শেষ হয়।

উল্লেখ্য, সুজিত মোস্তফা মূলত একজন নজরুল সঙ্গীতশিল্পী। প্রতিভাবান এই শিল্পী বাংলাদেশে সঙ্গীত প্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ। তিনি প্রখ্যাত কবি, গায়ক ও সুরকার লতি আবু হেনা মোস্তাফা কামাল এর ছেলে শিল্পী সুজিত মোস্তফা। পাবনায় জন্মগ্রহণকারী সুজিত মোস্তফা, পন্ডিত বিনোদ কুমার এর মত বিখ্যাত গুরুদের কাছ থেকে শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন৷

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com