সিডনি ল্যাকান্বাতে ঢাকা টেক্সটাইল ইন্জিনিয়ারদের নৈশভোজ

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ | ১০:০০ অপরাহ্ণ | 281 বার

সিডনি ল্যাকান্বাতে ঢাকা টেক্সটাইল ইন্জিনিয়ারদের নৈশভোজ

গত ২১ সেপ্টম্বর’১৯ সিডনির ল্যাকান্বা খুশবো রেষ্টুরেন্টে রাত ৮:০০টায় ঢাকা টেক্সটাইল ইন্জিনিয়ারদের একটি নৈশভোজের আয়োজন করা হয়। সিডনিতে বসবাসরত বাঙ্গালী টেক্সটাইল ইন্জিনিয়াররা দেশ থেকে আগত ইন্জি: বোরহান উদ্দিনের সাথে আলোচনায় বসেন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের গেট টুগেদার অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ইন্জিনিয়ার মো:বোরহান উদ্দিন, আবু সাইদ, গোলাম মাহমুদ, হূমায়ুন কবীর, মতিয়া রহমান, সারোয়ার জাহান, নজরুল ইসলাম, ফারুক মোল্লা, শাহরিয়ার রেজা (বিলাস), শারমিন খান (ইভা) প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত প্রকৌশলীরা মো: বোরহান উদ্দিন। তিনি একজন সিআইপি এবং বিজনেস মাইগ্রেশনে আগামী জানুয়ারী থেকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে স্হায়ীভাবে বসবাস করবেন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় Bangladesh University of Textiles সংক্ষেপে বুটেক্স BUTEX বলে। এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সরকারি টেক্সটাইল প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

ইদানীং অনেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে দেশের বাইরে পড়তে যাচ্ছেন বা প্রবাসে বসবাস করতেছেন।

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com