অষ্ট্রেলিয়ার এনএসডব্লিউ এর হেলথ কেয়ার ষ্টাফদের কোভিডকালিন সময়ে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য সরকার ‘থ্যাংক ইউ মানি’ প্রদান করেছেন।
কোভিড-১৯ এ-আক্রান্ত রোগীর সাথে করোনা ফ্রন্টলাইন কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে গেছেন প্রতিটি ক্ষণ।
কোভিড যোদ্ধাদের এককালীন $৩,০০০ ডলার অর্থ প্রদান করছেন সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী, নার্স ও ডাক্তাররা এর আওতায় অন্তর্ভুক্ত। তবে সিনিয়র এক্সিকিউটিভ সার্ভিস এই অর্থ পাওয়ার যোগ্য নন। যোগ্য হওয়ার জন্য, কর্মচারীদের অবশ্যই ১লা এপ্রিল ২০২২ তারিখের আগে চাকুরীতে নিযুক্ত থাকতে হবে।
স্বাস্থ্যের কর্মীরা বেতনচক্র অনুযায়ী ক্রমানয়ে ২৮ জুলাই, ৪ আগস্ট এবং ৫ আগস্টের মধ্যে উক্ত অর্থ পায়েছেন।
স্বাস্থ্যেকর্মী সৈয়দ রাসেল বলেন, “পদক্ষেপটা ভালো ছিল কিন্তু প্রায় অর্ধেক টাকাটাই সরকার আবার কৌশলগত ভাবে নিয়ে নিয়েছে। যেমন-সুপারনিয়েশনে ৩০০ ডলার এবং টেক্স বাবদ ১০০০ ডলার কেটে নিয়েছে। অর্থাৎ আমাদের হাতে পেয়েছি মাত্র ১৭০০ ডলার। এটা কোভিড যোদ্ধাদের জন্য কাম্য ছিল না।”
Registered Nurse Pompy Bose said, “I dont think paying one off bonus is appropriate for all the hard work nurses have done in the pandemic. I believe that we deserve better working rights such as nurse patient ratio, pay rise and better work environment.”
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Development by: webnewsdesign.com