সিডনিতে আজ ‘দিগন্ত’ সংগঠনের “সাংস্কৃতিক সন্ধ্যা”র আয়োজনে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস, নৃত্যশিল্পী শামিম আরা নিপা ও কন্ঠশিল্পী কণা

শনিবার, ০৭ অক্টোবর ২০১৭ | ২:১৭ অপরাহ্ণ | 773 বার

সিডনিতে আজ ‘দিগন্ত’ সংগঠনের “সাংস্কৃতিক সন্ধ্যা”র আয়োজনে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস, নৃত্যশিল্পী শামিম আরা নিপা ও কন্ঠশিল্পী কণা

সিডনিতে আজ ‘দিগন্ত’ সংগঠনের “সাংস্কৃতিক সন্ধ্যা”র আয়োজনে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস, প্রখ্যাত নৃত্যশিল্পী শামিম আরা নিপা ও কন্ঠশিল্পী কণা।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বিংশ শতাব্দীর শেষ দশকে আবির্ভূত একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তাঁর অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করেছে।

শামিম আরা নীপা বাংলাদেশের একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ টেলিভিশনের কয়েকটি নাটকেও অভিনয় করেন। তিনি দেশে ও বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শিল্পকলায় (নৃত্যে) বিশেষ অবদানের জন্য তিনি ১৯১৭ সালে একুশে পদক লাভ করেন।

জনপ্রিয় কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা দেশ বিদেশের স্টেজ শো নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী এই কন্ঠশিল্পী। তার মাঝেই নিয়মিত চলছে বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেয়া। প্রায় প্রতিদিনই কোন না কোন জিঙ্গেলে কণ্ঠ দিচ্ছেন তিনি।

উল্লেখ্য যে, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের বাচ্চাদের বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে লালন করার জন্য সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’ বাচ্চাদের “ট্যালেন্ট শো” এর প্রতিযোগিতার আয়োজন করে। ১লা অক্টোবর সিডনির বাঙ্কসটাউন সিনিয়র সিটিজেন সেন্টারে অনুষ্ঠিত হয় প্রতিযোগী বাছাই পর্ব। ৭ই অক্টোবর কান্পসীর ওরিয়ন সেন্টারে অনুষ্ঠিত হবে এর ফাইনাল পর্ব। ‘দিগন্ত’ সংগঠনের আয়োজক ডাঃ ফারজানা ইউসুফ লিটা জানান, আমরা বাচ্চাদের এ ধরনের আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। সামনে এই আয়োজনের ধারা অব্যাহত রাখবো কচিকাঁচাদের জন্য

Comments

comments

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০ 

২০১৭ সর্বস্বত্ব ® সংরক্ষিত। নবধারা নিউজ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Development by: webnewsdesign.com